রাম 🃏লখন, পরদেশ, তাল-এর মতো সিনেমা উপহার দিয়েছেন সুভাষ ঘাই💃 বলিউডকে। তবে ই টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে যাকে বলে বোমা ফাটালেন তিনি। সেকাল আর একালের অভিনেতাদের মধ্যে কি পার্থক্য প্রশ্ন করা হলে বিস্ফোরক জবাব দেন।
সুভাষকে বলতে শোনা যায়, ‘৯০-এর অভিনেতারা গল্পের গুরুত্ব বোঝেন, তা সে সলমন হোক বা আমির-শাহরুখ। ওরা জানে কাজটা ভালো করে করতে হবে আর তাহলে টাকাও অনেক আসবে। তবে আজকের জেনারেশন চায় কম সময়ে বেশি টাকা।🌳 এরা শুধু ভাবে ব্যক্তিগত ব্র্যান্ডিং আর পারিশ্রমিক নিয়ে। ওরা ভাবে ওরা নিদেরাই একটা বড় ব্র্যান্ড। ওদের দেখে মনে হয় সাবুন-তেল বিক্রি করার লোক যারা শ্যুট ছেড়ে বিজ্ঞাপনে কাজ করতে ব্যস্ত হয়ে পড়ে। সেইসব দিন গেছে যখন অভিনেতারা দু রাত ঘুমাত না যখন কোনও বড় দৃඣশ্যের শ্যুট থাকত। আর আজকের জেনারেশনরা হল শ্যুটের মাঝে বিজ্ঞাপনের কাজ আসল, ছেড়ে চলে গেল। সেই কাজ সেরে দু-তিনদিন বাদে ফেরত আসবে।’
এতে কাজে কতটা প্রভাব পড়ে প্রশ্ন করলে সুভাষ ঘাই উত্তর দেন, ‘হ্যাঁ কাজে এফেক্ট ফেলবে না, কী বꦏলছেন! আপনি কখনও রাজেশ খান্না, দেব আনন্দ বা অনিল কাপুরকে দেখেছেন কেরিয়ারের পিকে বিজ্ঞাপনে কাজ করতে? আপনি থিয়েটার থেকে বাড়ি ফিরলেন, দেখলেন সেই অভিনেতাই রান্নার তেলের বিজ্ঞাপন করছে। অথচ আপনি এই অভিনেতাকেই বিগ স্ক্রিনে দেখেছেন দেশভক্তির সিনেমায়।’
প্রসঙ্গত, আপাতত বলিউডে ব্র্যান্ড ভ্যালু বেশি যেই সমস্ত তারকাদের তাঁদের মধ্যে আছে✃ন রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, ক্যাটরিনা কাই𝔉ফ, অনুষ্কা শর্মা, করিনা কাপুররা।