আর মাত্র কদিন𒅌ের অপেক্ষা। তারপরই আরও একবার নতুন রূপ🧜ে, নতুন অবতারে ধরা দেবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ইন্দুবালা হয়ে আসছেন তিনি। এখানে তাঁকে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধার চরিত্রে দেখা যাবে। ইতিমধ্যেই তাঁর লুক নিয়ে যথেষ্ট হইচই পড়েছে। এখন সবাই মুখিয়ে আছে সিরিজটি দেখার জন্য। এই সিরিজের হাত ধরেই ওয়েব মাধ্যমে ডেবিউ করছেন শুভশ্রী।
আগামী ৮ মার্চ মুক্তি পাচ্ছে দেবালয় ভট্টাচার্য পরিচালিত ও✃য়েব সিরিজ ইন্দুবালা ভাতের হ♛োটেল। কল্লোল লাহিড়ীর একই নামের উপন্যাসের উপর ভিত্তি করে এই সিরিজ বানানো হয়েছে। আনন্দ প্লাসকে এই সিরিজের বিষয় নানা খুঁটিনাটি তথ্য জানালেন অভিনেত্রী।
এখন তাঁকে ড্যান্স বাংলা ড্যান্সের বিচারকের আসনে দেখা যাচ্ছে মৌনি রায় এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে। একই সঙ্গে সম্প্রতি তাঁকে একাধিক ছবিতেও কাজ করতে দেখা গিয়েছে। তবে কি তিনি পুরোপুরিꦆ আবার কাজে মনোনিবেশ করলেন? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, 'আমার কাছে রোজ একটা করে কাজের প্রস্তাব আসে বিশ্বাস করুন। কিন্তু ছেলে ইউভান এবং পরিবারের বাকি সদস্যদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে। আমি তাই এমন ছবি বা কাজ করতে চাই যা আমাকে ঘর থেকে টেনে বার করবে, মনে হবে এর থেকে ভালো সময় কাটাতে পারি। সেভাবেই ধর্মযুদ্ধ, বৌদি ক্যান্টিন, ইন্দুবালা, হাবজি গাবজি🌃 করেছি।'
তবে ওয়েব সিরিজে আসার জন্য ইন্দুবালাই কেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'এ রকম সুযো﷽গ হাতছাড়া করলে নিজেকে দোষী মনে হতো। পরিচালক দেবালয় ভট্টাচার্য বলেছিলেন, চিত্রনাট্য লিখতে গিয়ে তোমাকে চোখ বন্ধ করে দেখতে পেয়েছি।' কিন্তু এই চরিত্র ফুটিয়ে তুলতে গিয়ে তিনি কী করেছিলেন? কোনও সমস্যায় পড়েছিলেন কী? এই বিষয়ে অভিনেত্রী বলেন, ' বয়স্ক ইন্দুবালার স্বর নিয়ে ভীষণই ভয়ে ছিলাম। জানতাম শরীরী ভাষা বা অভিনয় নিয়ে কোনও অসুবিধা হবে না। কিন্তু স্বর পাল্টাব কীভাবে? এটার জন্য অনেক পরিশ্রম করেছি। কিন্তু ভয়েস মডিউলেশন ট্রেনিং নিইনি কখনও।ꦺ তবে খানিকটা শ্যুটিংয়ের সময়, খানিকটা ডাবিংয়ের সময় স্বর বদলের কাজটা করেছি।'
দেবালয় ভট্টাচার্যের সঙ্গে প্রথম কাজ। অভিজ্ঞতা কেমন? এই বিষয়ে 🔯তিনি বলেন, 'ওরে বাবা, একদিন তো শ্যুটিং ফ্লোরেই স্ক্রিপ্ট ছিঁড়ে ফেলে দিয়েছিল। তারপর সেখানে বসেই নতুন করে স্ক্রিপ্ট লিখে অভিনয় শুরু হয়। কাজের মাঝে আড্ডা দিইনি। বাকি জিনিস দেখতাম। আমি নিজেও রান্নাঘর গোছাতাম, কারণ ওটা তখন আমার হয়ে গিয়েছে।'
এখন তাঁকে ড্যান্স বাংলা ড্যান্সে দেখা যাচ্ছে। তিনি 🀅নৃত্যে পটিয়সী কোনওদিন কী নাচ নিয়ে ছবি করার ইচ্ছে হয়েছে তাঁর? এই বিষয়ে অভিনেত্র🦩ী বলেন, 'নাচ নিয়ে এই ইন্ডাস্ট্রিতে ছবি কমই হয়েছে। যদি কোনও পরিচালক এমন চিত্রনাট্য নিয়ে আসেন অবশ্যই করব।'