শাহরুখ খানের জন্মদিন ২ নভেম্বর। ৫৮ বছরে পা রাখলেন তিনি। যদিও দেখে বোঝার কোনও উপায় নেই। অ্যাবস, চাবুক ফিগারে তরুণদেরও ঘোল খাইয়ে দিয়ে পারেন তিনি। যে কারও জীবনের শখ থাকে শাহরুখ খানের সঙ্গে একটা ছবি ব📖া সেলফি। তেমন সুযোগ এসেছিল রান্নাঘরের সঞ্চালিকা, সফল উদ্যোগপতি, অভিনেত্রী সুদীপ্তা চট্টোপাধ্যায়ের জীবনেও। তবে তিনি সেই ফোটো তুলে উঠতে পারেননি, যদিও করে দেখিয়েছিল তাঁর সৎ ছেলে আকাশ চট্টোপাধ্যায়।
শাহরুখ আর আকাশের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে নিলেন সুদীপ্তা। ক্যাপশনে লিখলেন, ‘আমাদের বড﷽় ছেলে꧒ আকাশ, এক ও একমাত্র @iamsrk-এর সঙ্গে। আমি তাঁকে দেখে এতটাই মুগ্ধ হয়েছিলাম যে, শুধু একটি ক্লিকের জন্য জিজ্ঞাসা করার মতো সাহস জোগাড় করতে পারিনি। কিন্তু, নতুন প্রজন্ম- তারা তাদের মিশন নিয়ে খুব সিরিয়াস। শুভ জন্মদিন শাহরুখ খান।’
অগ্নিদেব চট্টোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রী সুদীপা। প্রথম পক্ষের সন্তান আক༺াশ। বাবার পাশাপাশি, সুদীপার সঙ্গেও খুব ভালো সম্পর্ক এই তরুণের। মাসখানেক আগে বড় ছেলের জন্মদিনে সুদীপা ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘‘আমি যখন এই তরুণকে প্রথম দেখি তখন ও স্কুলে পড়ে। ভাগ্য আমাদের একজায়গায় নিয়ে এসেছে। আমরা ভালো বন্ধু হয়েছি, কখনও একে-অপরের সবচেয়ে বড় সমালোচক। তবে সবচেয়ে বেশি বোধহয় আমরা একে-অপরের সমার্থক। আমি কোনওদিনও তোমার মা হতে পারব না। আমি তোমার ‘এই যো’ হয়েই থাকতে চাই।’’
করোনায় মারা যান অগ্নিদেবের প্রথম স্ত্রী, আকাশের মা। তখনও গিয়েছি🍌লেন সুদীপা। নিজের ছেলের মতোই আগলে রেখেছিলেন আকাশকে।
দিনকয়েক আগেই বডꦍ়সড় অপারেশন হয়েছে অগ্নিদেবের। লক্ষ্মীপুজোর পর বাইপাস সার্জারি হবে তাঁর। সফল হয়েছে অস্ত্রোপচার। কয়েক মাস আগেই অগ্নিদেবের অসুস্থতার খবর এসেছিল। পুজোর পর অপারেশনের জন্যই অপেক্ষা করছিলেন তাঁরা। এবারেও বেশ ܫধুমধাম করে পুজো হয় চট্টোপাধ্যায় বাড়িতে। তবে অষ্টমীর রাতে মারা যায় সুদীপা ও অগ্নিদেবের পোষ্য-সন্তান বাঁটুল।
২০২১ সালে বন্ধ হয়ে যায় রান্নওাঘর। তবে চুটিয়ে ব্যবসা করছেন সুদীপা। বহুদিন আগেই নিজের রেস্তোরাঁর চেইন খুলেছিলেন। সম্প্রতি শুরু করেছেন শাড়ি আর গয়নার ব্যবসা। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ থাকেন তিনি। মাঝে মাঝে কটাক্ষের মুখেও পড়েন। তবে সেসবে পাত্তা না দিয়ে নিজের শর্তেই বাঁচতে পছন্দ করেন সুদীপা। ঠিক যেভাবে আকাশকে ‘ছেলে’ বলতেও দ্বিধা করেন না।
কাজের সূত্রে, শাহরুখকে শেষ দেখা গিয়েছে পাঠান আর জওয়ান সিনেমায়। দুটোই ব্লববাস্টার। ডিস𝔉েম্🌞বরে আসছে ডাঙ্কি।