বড়পর্দায় নয় কেবল, থিয়েটারের মঞ্চেও এবার আসছে বিনোদিনী। বাংলার সেই প্রখ্যাত অভিনেত্রীর জন্মের প্রায় ২৬০ বছর পরও তিনি কেমন 𝓀যেন একই ভাবে প্রাসঙ্গিক থেকে গিয়েছেন। তাঁকে নিয়ে হয়ে চলেছে একটার পর একটা কাজ। আর এবারের সেই কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সুদীপ্তা চক্রবর্তী।
থিয়েটারের মঞ্চে এবার বিনোদিনীর ভূমিকায় ধরা দেবেন সুদীপ্তা চক্রবর্তী। আগামী ৮ মার্চ বিনোদিনী অপেরা অনুষ্ঠিত🅷 হবে। নারী দিবসের দিনই ভারতের এই স্বনামধন্য অভিনেত্রীর গল্প উঠে আসবে আকাদেমি অব ফাইন আর্টসের মঞ্চে। এই নাটকটি পরিচালনা করেছেন অবন্তী চক্রবর্তী।
অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন হোলির দিন সন্ধ্যা ৬.৩০ টা থেকে এই নাটকটি আকাদেমি অব ফাইন আর্টসের মঞ্চে অনুষ্ঠিত হবে। এটির প্রযোজনা করেছে🐬 থার্ড বেল, এবং নিবেদন করছে সিনামন।
ফেসবুকে একটি পোস্ট করে সুদীপ্তা লেখেন, 'আগামী ৮ই মার্চ, আন্তর্জাতিক নারী দিবসের সন্ধ্যায় মঞ্চে আসছে অবন্তী চক্রবর্তীর নির্দেশনায় নতুন নাটক 'বিনোদিনী অপেরা'। সেদিন আবার হোলির ছুটিও। আকাদেমি অব ফাইন আর্টসে সন্ধ্যে ৬.৩০ এ আমাদের প্রথম অভিনয়।নঅনলাইন টিকিট বুকিংয়ের লিঙ্ক দিলাম। যদি ইচ্ছে করে, আপনার টিকিটটা বুক করে নিতে পারেন। দ🍬েখা হবে।'
তিনি তাঁর পোস্টে কোথায় টিকিট পাও🃏য়া যাবে তারও হদিস দিয়েছেন। এই পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'অনেক অনেক শুভ কামনা রইল আমাদের, এটা মাইলস্টোন হবে।' অভিনেত্রীর এক বন্ধু লেখেন, 'বন্ধুরা যাবি নাকি একসঙ্গে? প্রথম রজনীতে?' নৃত্যশিল্পী অর্ণব বন্দ্যোপাধ্যায় তাঁর এই পোস্টে কমেন্ট করেন, 'খুব ভালো হবে। দেখার জন্য অপেক্ষা করে আছি।'
তবে সুদীপ্তা যে কেবল নিজে বিনোদিনী হয়ে থিয়েটারের মঞ্চে আসছেন এমনটা নয়। রা🎐মকমল মুখোপাধ্যায়ের নতুন ছবি নটী বিনোদিনীতে নাম ভূমিকায় দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। তাঁকে এই চরিত্রের জন্য প্রশিক্ষণ দিয়েছেন সুদীপ্তা। তাঁর কাছ থেকেই ওয়ার্কশপ সেরেছেন বড়পর্দার হবু বিনোদিনী।