দু-দিন আগেই এক নেটিজেনকে ‘টাকার গরম’ দেখানোর অভিযোগ উঠেছিল সুদীপা চট্টোপাধ্যায়ের নামে, সেই নিয়ে কম জলঘোলা হয়নি, এর মাঝে শুক্রবারের বৃষ্টিভেজা দিনে ফের চর্চার সুদীপা। এদিন সুদীপা চট্টোপ𒀰াধ্যায়ের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলের স্টোরিতে একাধিক আপত্তিজনক স্থিরচিত্র দেখা যায়। তা দেখে তো চোখ ছানাবড়া নেটিজেনদের। বেশ কয়েকজন তো তড়িঘড়ি ‘রান্নাঘরের রানি’কে আনফলো করতে শুরু করেন। অনেকে বুঝতেই পারেন হ্যাকারদের কবলে পড়েছেন অগ্নিদেব ঘরণী।
ঘটনার কিছুক্ষণের মধ্যেই সুদীপা চট্টোপাধ্যায় ফেসবুক পোস্ꩲটে বিষয়টি স্পষ্ট করেন। তিনি জানান, তাঁর ফেসবুক পোস্ট হ্যাক করা হয়েছিল, তাই দয়া করে কিছু আপত্তিকর বিষয় পোস্ট করা হয়ে থাকলে সেটা উপেক্ষা করুন।
ফেসবুকের ব্যক্তিগত প্রোফাইলে সুদীপার প্রায় ৪লক্ষ ৩৩হাজারেꦅর বেশি ফলোয়ার রয়েছে। এদিন সুদীপার ফেসবুক প্রোফাইল দেখ𓂃ে হয়রান হতে হয়েছে তাঁদেরও। যদিও সকলেই বিষয়টা আগেভাগেই বুঝে গিয়েছিল যে প্রোফাইলটা হ্যাক হয়েছে।
নেটদুনিয়ায় খুবই সক্রিয় সুদীপা। হামেশাই ছেলে আদিদেবের নানান ছবি, ভিডিয়ো পোস্ট করে থাকেন। ফেসবুকে শাড়ি, গহনা-সহ নানান সামগ্রী বিক্রি করে কিংবা সাধারণ পোস্টের জন্য আজকাল প্রায়ই ট্রোলড হতে হয় সুদীপাকে, যদিও নেতিবাচক ভাবনাকে গুরুত্ব দিতে না-রাজ তিনি। কিন্তু সুদীপার শাড়ির মান, অত্যধিক দাম নিয়ে হামেশাই বাঁকা মন্তব্য উড়ে আসে। দু-দিন আগেই অঙ্কুশ হ𓃲াজরার সঙ্গে ছবি শেয়ার করেও ট্রোলড হয়েছিলেন সুদীপা।
ওই ছবিতে সুদীপার গলার হারটি রুপোর কিনা জিজ্ঞাসা করায় ওই নেটিজেনক🌺ে ‘অশিক্ষিত’ বলে জবাব দিয়েছিলেন সুদীপা। যদিও পরবর্তীতে অভিনেত্রী জানান ভুলবশত এমনটা ঘটেছে, অন্য একজনকে রিপ্লাই দিতে গিয়ে ভুল করে ফেলেছেন 🍷তিনি। যদিও তাতে সুদীপার উপর রোষ কমেনি নেটপাড়ার। সেই রেশ কমতে না কমতেই নতুন বিতর্কে জড়ালেন সুদীপা।
দিন কয়েকের জন্য ‘রান্নাঘর’ থেকে ছুটি নিয়েছিলেন সুদীপা। করোনা থেকে সেরে উঠে বিশ্রাম নিতেই এই সিদ্ধান্ত, সুদীপার জায়গায় এই সুপারহিট শো সঞ্চালনা করছিলেন কৃষ্ণকলি তিয়াশা। যদিও তাতে মন গলেনি দর্শকদের। সুতরাং ট্রোলিং সঙ্গে থাকলেও ‘রান্নঘরের রানি’ হিসাবেꦕ কেবল সুদীপাকেই চায় দর্শকরা তা ফের প্রমাণিত।