কপিল শর্মার পর্দার বউ তিনিই। 'ভুরি', ‘দ্য গ্রেট ইন্♎ডিয়ান কপিল শো’এর দৌলতে জনপ্রিয় অভিনেত্রী সুমনা চক্রবর্তীর এটা আরও এক পরিচয়। তবে শোয়ের তৃতীয় সিজনে সুমনা চক্রবর্তীকে আর দেখা যায়নি। সেবিষয়ে মুম্💃বইয়ের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে খবর প্রকাশিত হয় কপিলের শোয়ে প্রায়ই বিদ্রুপের শিকার হতেন সুমনা। আর সেকারণেই নাকি তিনি শো ছেড়ে দেন।
সম্প্রতি এবিষয়েই মুখ খুলেছেন সুমনা চক্রবর্তী। এক🅘 সাক্ষাৎকারে এই বাঙালি অভিনেত্রী সুমনা জানান, ‘ পুরোটাই আসলে স্ক্রিপটেড’। অর্থৎ শোয়ে সুমনা চক্রবর্তীকে বিদ্রুপ করা হচ্ছে বলে দর্শকদের যেটা মনে হয়েছে, সেটাও আসলে শোয়ের চিত্রনাট্যের অংশ। এই শোয়ের সবকিছুই চিত্রনাট্যে সাজানো, কোনওটাই আসল নয়। তিনি শুধু সেই চিত্রনাট্যের লাইন মুখস্থ করতেন। কারণ হিসাবে সুমনা অকপটে জানান, কমেডি (কৌতুকাভিনয়) করতে🐎 তিনি পারেন না।
‘স্মল টাউন বিগ স্টোরিজ’-এর ইউটিউব চ্যানেলে সুমনা জানান, ‘কমেডি করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। আমার নিজস্ব রসবোধ রয়েছে, তবে সেটা ব্যক্তিগত রসবোধ, সেগুলি এই শোয়ের সঙ্গে খাপ খায় না বা মানায় না। তাই শোয়ে যাকিছুই দেখানো হয়েছে সবটাই আমার কাছে একান্তই অভিনয়। কাজটি করতেও অনেক সময়🍃 লেগেছে।'
কীভাবে তাXরা শোয়ের জন্য প্রস্তুতি নিতেন সেবিষয়টিও খোলসা করেছেন সুমনা। তাঁর কথায়, ‘যখন আমরা চিত্রনাট্য পেতাম, তখন আমি সকলের মধ্যে একজন ছিলাম, যাঁরা কাগজ-কলম নিয়ে বসত, পেন দিয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলি হাইলাইট করত, পড়ত এবং মুখস্থ করত। কারণ সেখানেও নানান পাঞ্চলাইন ছিল। তাছাড়া কপিলের লাইনগুলোও আমি মুখস্থ করে রাখতাম। কারণ কমেডি শোয়ে টাইমিং খুব গুরুত্বপূর্ণ🐬।’
সুমনা কি কপিলের ওপর রেগে গিয়েছিলেন?
কপিলের শোয়ের তৃতীয় সিজনে ছিলেন না সুমনা। সে সময় নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে নানান গসিপ। গুঞ্জন ছিল, সুমনা যখন রোমে খতরোঁ কে খিলাড়ির শুটিং করছেন তখনই কপিল তৃতীযꦬ় সিজনের ঘোষণা করে দেন। আর এটার কথা সুমনাকে জানানওনি। তা নিয়েই সুমনা নাকি ক্ষুব্ধ।
যদিও সুমনার সাফ কথা এমনটা কিছুই ঘটেনি। তিনি 𝔉কপিলের উপর রাগ করেন❀নি। এছাড়া শোয়ের দর্শকদের আপাত দৃষ্টিতে যেগুলি সুমনাকে কপিল বিদ্রুপ করছেন বলে মনে হয়েছে, সেগুলোও আসলে চিত্রনাট্যের অংশ, কোনওটাই আসল নয়।
প্রসঙ্গত, ‘কমেডি নাইটস উইথ কপিল’ এবং পরে ‘দ্য কপিলশর্মা শো’-শুরু থেকেই সুমনা কপিল শর্মার কমেডি শোয়ের অবিচ্ছে🅘দ্য অঙ্গ ছিলেন। তবে ‘দ্য গ্রেট ইন্൲ডিয়ান কপিল শো’-এর অংশ হননি সুমনা চক্রবর্তী।