গতকালই শহরের বুকে পড়া একটি পোস্টারের ছবি পোস্ট করেন কুণাল ঘোষ। একই সঙ্গে সেই পোস্টার দেখিয়ে তিনি রীতিমত একহাত নেন 9ভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে। উৎসবে ফিরব না বলেও, একে ছবির প্রচার করেছেন তার উপর আরজি করের আবেগকে কাজে লাগাচ্ছেন প্রচারের জন্য, দাবি করেন তৃণমূলের মুখপাত্র। এ♊বার সেই একই সুর শোনা গেল ভূমির সুরজিৎ চট্টোপাধ্যায়ের গলায়।
আরও পড়ুন: 'একবার খেলে না...' 🌊KBC-র মঞ্চে মাছের ঝোলের প্রশংসা প্রতিযোগীর, জবাবে কী বললেন বাংলার জামাই অমিতা♛ভ?
আরও পড়ুন: কথা-গীতার হাড্ডাহাড্ডি লড়াইয়ে TRP তাꦰলিকায় টপার হল কে? সে𒈔রা ৫-এই বা জায়গা পেল কারা?
কী ঘটেছে?
এদিন একটি পোস্টারের ছবি দারুণ ভাইরাল হয়। সেখানে দেখা যাচ্ছে🍎 টেক্কা ছবির ইরা অর্থাৎ স্বস্তিকা মুখোপাধ্যায়কে। পাশে লেখা 'আমার মেয়েকে ফেরাবে কে?' অনেকেই এটার সঙ্গে আরজি কর কাণ্ডের মিল পেয়েছেন। তাঁদের মতে সেই𝓡 ঘটনার আবেগকে কাজে লাগিয়ে ছবির প্রচার করছেন টেক্কা ছবির নির্মাতারা। যদিও এই পোস্টারের আরও একটি অংশ রয়েছে যেখানে দেখা যাচ্ছে দেবের ছবি এবং পাশে লেখা 'সময়'।
যদিও এদিন ভূমি ব্যান্ডের সুরজিৎ চট্টোপাধ্যায় কেবলই স্বস্তিকার অংশের পোস্টার শেয়ার করেন এবং রীতিম꧟ত এমন একটি সেনসিটিভ বিষয়কে হাতিয়ার করে ছবির প্রচার করায় তীব্র আপত্তি জানান। তಞিনি এদিন তাঁর পোস্টে লেখেন, 'আরে বাহ! কী ব্যাপক মার্কেটিং আইডিয়া। একটি নৃশংস ভাবে ধর্ষিত এবং খুন হওয়া যুবতী মেয়ের লাশের উপর দাঁড়িয়ে, হাজার হাজার মানুষ যাঁরা পথে নেমেছেন তাঁদের ইমোশনের উপর দাঁড়িয়ে.... একেবারে নির্লজ্জের মতো সুবিধাবাদী।'
কে কী বলেছেন?
এক ব্যক্তি সুরজিৎকে গোটা পোস্টারের ছবিটি দেখান। একই সঙ্গে প্রশ্ন তোলেন গায়ক কেন পুরো ছবিটা পোস্ট করেননি। উত্তরে ভূমির মুখ্য গায়ক বলেন, 'আরে বন্ধু, নিশ্চয়ই দেখাবেন, কেন দেখবেন না? আমি দেখতে কোথায় বারণ করলাম আপনাকে? আর পুরোটা দেখিনি বলে দিইনি, আপনি দেখালেন 𒆙সেই জন্য ধন্যবাদ। কিন্তু পুরোটা দেখলেও প্রশ্নটা একই থাকে।' আরেক ব্যক্তি গায়ককে সমর্থন করেই লেখেন, 'ওরা নির্মম, নিষ্ঠুর, ওদের দরকার টাকা, কোনও কিছু বোঝে না। ওরা আবেগ নিয়ে মার্কেটিং করে। ওদের হৃদয় আসলে ফাঁকা। ফুটেজের জন্য ধর্না দেয়, মানুষকে করে বিভ্রান্ত, এটা এদের চক্রান্ত।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'এদিকে পুজো বন্ধের ডাক, দিনের পর দিন কাজ না করে প্রতিবাদ চলছে সেখানে প্ৰতিদিন কোনও না কোনও সো কল্ড এলিট সমাজের সেলিব্রিটিদের আনাগোনা কিন্তুনিজেদের আখের গোছ🔯াতে সবাই ব্যস্ত, দল যাই হোক বিচার চাই দোষী শাস্তি পাক।'
প্রসঙ্গত এই একই বিষয়ে সোচ্চার হয়েছেন কুণাল ঘোষও। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, 'যদিও ছবিটির বিষয়বস্তু অপহরণের, তবু, এই RG Kar আবহে ট্র্যাজেডিকে কাজে লাগিয়ে সিনেমার প্রমোশনের ক💯ৌশল, একটু চোখে লাগছে। উৎসবে ফিরব না অথচ সিনেমার পোস্টারে 🉐ফিরব, এটাও দ্বিচারিতা।'
টেক্কা প্রসঙ্গে
এই ছবিতে স্বস্তিক🥀া মুখোপাধ্যায়কে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে। রুক্মিণী হবেন পুলিশ অফিসার। অন্যান্য চরিত্রে থাকবেন অনির্বাণ চক্রবর্তী, প্রমুখ। ছবির পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। প্রযোজনায় দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড। আগামী ৮ অক্টোবর মুক্তি পাবে ছবিটি।
আরও পড়ুন: 'খু𒊎﷽ব চোখে লাগছে…' আরজি করের আবেগকে কাজে লাগিয়ে টেক্কার প্রচার?কুণালের নিশানায় স্বস্তিকা-সৃজিত
পুজোর অন্যান্য ছবি
এই পুজোতে দেবের টেক্কা ছাড়াও আসছে SVF এর সন্তান। রাজ চক্রবর্তী পরিচালিত ছবিতে থাকবেন মিঠুন চক্রবর্তী এবং ঋত্বিক চক্༺রবর্তী। এছাড়া পথিকৃৎ বসুর শাস্ত্রী তো আছেই। সেখানেও💖 থাকবেন মিঠুন চক্রবর্তী, সঙ্গে দেবশ্রী রায়, সোহম চক্রবর্তী, প্রমুখ। অরিন্দম শীলের একটি খুনির সন্ধানে মিতিন, সহ নায়িকা, ইত্যাদি ছবিও মুক্তি পাবে একই দিনে।