সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ছিল দিল বেচারা। তাঁর মৃত্যুর পর মুক্তি পেয়েছিল এই ছবিটি। ছবিটির পরিচালনা করেছিলেন মুকেশ ছাবরা। সম্প্রতি পরিচালক আভাস দিয়েছেন যে তিনি এই ছবিটির দ্ব𓃲িতীয় ভাগ নিয়ে আসতে পারেন। আর তারপরই তাঁর উপর বেজায় ক্ষেপে গিয়েছেন তাঁর ভক্তরা।
দিল বেচারার সিক্যুয়েল আসছে?
বুধবার, ১৭ জানুয়ারি মুকেশ ছাবরা তাঁর সোশ্যাল মিডিয়ায় বলা ভালো টুইটার অ্যাকাউন্টে লেখেন, 'দিল বেচারা ২।' হ্যাঁ কেবল এটুকুই। আর কিছু, বা অন্যান্য কোনও তথ্য ছিল না সেই পোস্টে। আর এখান থেকেই প্রয়াত অভিনেতার ভক্তরা অনুমান করছেন যে এবার হয়তো এই ছবিটিরও সিক্যুয়েল আসবে যা তাঁরা মোটেই চান না। তাঁদের দাবি অভিনেতার মৃত্যুর পর তাঁর ছবির স♕িক্যুয়েল আনা যা♏বে না।
আরও পড়ুন: টুয়েলভথ ফেল সহ এবারের অস্কাꦓরের দৌড়ে ভারতের ৩টি ছবি! শাহরুখের ডাঙ্কি আছে কি তালিকায়?
আরও পড়ুন: 'ব্যাস অওকাত দেখিয়ে দিল...' ব্রার উপর আধখোলা শার্ট, ১২﷽ ফেলের মেধার পুরনো ছবি দেখেই খচে লাল ভক্তরা!
সুশান্ত সিং রাজপুত অভিনীত এই শেষ ছবিটিতেও শেষে তাঁকে মারা যেতে দেখা যায়। ফলে ছবিটি তাঁর ভক্তদের কাছে ভীষণই সেনসিটিভ এবং একটি ইমোশনের জায়গা। তাই এই ছবির দ্বিতীয় ভাগ এলে সেখান🔜ে সুশান্ত থাকবেন না আর সেটা তাঁরা চান না মোটেই। তাঁদের মতে সুশান্ত ছাড়া এই ছবির দ্বিতীয় ভাগ খালি খালি লাগবে।
কে কী বলছেন?
সুশান্ত সিং রাজপুতের এক ভক্ত এদিন লেখেন, 'দিল বেচারা আমাদের কাছে ইমোশন। আমি এখনও একবারে গোটা ছবিতে দেখতে পারি না। তাই অনুরোধ করছি, আমাদের মধ্যে যে সুশান্ত༒ বেঁচে আছে তাঁকে এভাবে নষ্ট করে দেবেন না।' আরেকজন লেখেন, 'সুশান্ত না থাকলে দিক বেচারার অর্থহীন। সুশান্তের জায়গায় কাউকে মানাবেই না।'
আরও পড়ুন: শুভদী🎶পের গানে হইচই পড়ে গেল ইন্ডিয়ান আইডলের মঞ্চে! কী এমন করলেন বাংলার এই ছেলে?
দিল বেচারা প্রসঙ্গে
২০২০ সালের ১৪ জুন মারা যান সুশান্ত সিং রাজপুত। তার একম🤡াস পর জুলাই মাসে মুক্তি পায় দিল বেচারা। এই ছবি দিয়েই পরিচালনায় হাতেখড়ি হয় মুকেশ ছাবরার। দ্য ফল্ট ইন আওয়ার স্টার্স বইটির উপর ভিত্তি করে এই ছবিটি বানানো হয়েছিল। সুশান্তের বিপরীতে এই ছবিতে সঞ্জনা সংঘীকে দেখা গিয়েছিল।