স্বরা ভাস্কর যাই বলেন, সেটা নিয়েই যেন বিতর্ক তৈরি হয়। এই যেমন বলিউড সিনেমা কেন হালে পানি পাচ্ছে না, সে নিয়ে মুখ খুললেন তিনি। আর তাতেই এমন কথা বললেন যা শুনে সবার চক্ষু চড়কগাছ। এই বলিউ✱ডের সিনেমা না চলার সঙ্🧸গে কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর তুলনা টানলেন তিনি!
আমির খানের লাল সিং চাড্ডা, তাপসী পান্নুর দোবারা, অক্ষয় কুমারের রক্ষা বন্ধন ফ্লপ করেছে। টুইটারে এইসব সিনেমাকে নিয়ে বয়কট ট্রেন্ডও উঠেছে। টিকিট বিক্রি না হওয়ায় হলগুলোও ধুঁকছে। এমনকী সামনে মুক্তি পেতে চলা বিজয় দেবেরাকোন্ডার লাইগার, হৃতিক রোশনের বিক্রম বেদাকেও বয়কট করার আহ্বান জানাচ্ছে কেউ কেউ। আরও পড়ুন: শরীরের ‘সেক্সি জিনিস’ দেখানো যাবে না ক্যামಌেরায়, দুষ্টু কথা শাহিদের! করণের মুখ হাঁ
চলতি বছরের এই বলিউড সিনেমা দেখতে হলে লোক না যাওয়া, বয়কট করার ট্রেন্ডের মাঝে মাত্র গাতে গোনা ২-৩টে ছবির সাফল্য পাওয়া নিয়ে মুখ খুললেন স্বরা। তাঁর মতে দেশে চলতে থাকা 'অর্থনৈতিক মন্দা'র ফলে কিছু মানুষের কাছে এখন হলে সিনেমা দেখতে যাওয়া বিলাসিতা! সঙ্গে সুশান্তের মৃত্যু প্রসঙ্গও টেনে আনেন। বলেন, ‘সুশান্তের আকষ্মিক মৃত্যু দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক। আর তারপরে বলিউডকে অন্ধকার হিসেবে দেখছে মানুষ, যেখানে আছে শুধু মদ, ড্রাগস আর যৌনতা।’ আরও পড়ুন: আরিয়ান ইনস্টায় ছবি দিতেই কষে ধমক দিলেন বাবা শাহরুখ, কী লি♈খলেন বাদশা কমেন্টে?
এরপরই বলিউডের সঙ্গে রাহুল গান্ধীর তুলনা টানলেন স্বরা, যাকে আজকাল মস্করা করে ‘পাপ্পু’ বলে ডাকা হয়। স্বরা বলেন, ‘সবাই ওঁকে পাপ্পু বলে ডাকত, এখন সবাই সেটা বিশ্বাস করতে শুরু করেছে। আমি কিন্তু ওঁর সঙ্গে দেখা করেছি। ভীষণ বুদ্ধিমান এবং স্পষ্টবাদী একজন মানুষ। বলিউডের ক্ষেত্রেও এই ‘পাপ্পুফিকেশন’ কাজ করেছে।’ আরও পড়ুন: অবিশ্বাস্য! এই কারণে দ্য ✃🙈কপিল শর্মা শো থেকে সরে দাঁড়ালেন ক্রুষ্ণা অভিষেক
প্রসঙ্গত, সপ্তাহখানেক আগেই স্বরা জানিয়েছিলেনন তাঁর ভারসোভার বাড়িতে স্পিডপোস্ট মারফত একটা হ𓃲ুমকি চিঠি আসার কথা। ওই হুমকি চিঠিতে স্বরা ভাস্করকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছিল। হাতে লেখা ওই চিঠিতে বলা হয়েছিল, বীর সাভারকারকে অপমান করেছেন স্বরা। চিঠির শেষে লেখা রয়েছে ‘ইতি-ইস দেশকা নওজওয়ান’। এই নিয়ে পুলিশের কাছে এফআইআরও করেছিলেন তিনি।