ঘোষণার পর থেকেই প্রতীক্ষার প্রহর গুণছিলেন অনেকেই। রুপোলি পর্দায় এবার ফুটে উঠবে ভারতীয় ইতিহাসের অন্যতম চর্চিত চরিত্র বিনায়ক দামোদর সাভারকরের জীবনী। শনিবার, সাভারকর ১৩৯তম জন্মজয়ন্তীতেই প্রকাশ্যে এল ছবির ফার্স্ট লুক পোস্টার। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন রণদীপ হুডা। সাভারকর রূপী রণদীপকে দেখে সত্যিই চমকে যেতে হয়। ইতিহাসের পাতা থেকে যেন একদম সামনে উঠে এসছেন বীর সাভারকর। 🦩নেটিজেনদের মতে, একদম 'পারফেক্ট কাস্টিং'।
হিন্দু জাতীয়তাবাদী আদর্শের প্রবক্তা ছিলেন বিনায়ক দামোদর সাভারকর। ১৮৮৩ সালের আজকের দিনে মহারাষ্ট্রের নাসিক জেলায় জন্ম হয় স্বাধীনতা সংগ্রামীর। ‘স্বতন্ত্রবীর সাভারকর’ ছবির ফার্স্ট লুক পোস্টারের একদম উপরে লেখা🎃 রয়েছে- ‘হিন্দুত্ব কোনও ধর্ম নয়, ইতিহাস’। রণদীপ ছবি প্রথম পোস্টার শেয়ার করে সোশ্যাল মিডিয়ার দেওয়ালে লেখেন, ‘দেশের স্বাধীনতা আন্দোলনের বিস্মৃতপ্রায় নায়কদের একজন সাভারকর। তাঁর মতো মহান ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানিয়েই এই ছবি। আমি আ🥃শা করছি এই প্রকৃত বিপ্লবীর চরিত্রে অভিনয় করবার কঠিন কাজটি সঠিকভাবে করতে পারব এবং যে কাহিনি পর্দার আড়ালে রয়ে গিয়েছে তা প্রকাশ্যে আনতে পারব’।
‘স্বতন্ত্রবীর সাভারকর’ পরিচালনার দায়িত্বে রয়েছেন মহেশ মাঞ্জরেকার। গত মার্চে এই ছবির ঘোষণা সেরেছেন পরিচালক। সেই সময় অভিনেতা🍷 রণদীপ হুডা জানান, ভারতকে ব্রিটিশ শাসনের শেকল থেকে মুক্ত করতে অনেক নায়কই ভূমিকা পালন করেছেন, কিন্তু ইতিহাস সকলে যোগ্য মর্যাদা দেয়নি। রণবীরের কথায়, ‘বিনায়ক দামোদর সাভারকর ভারতের ইতিহাসের অন্যতম বিতর্কিত, ভুল ধারণার শিকার নায়ক, যাঁ🐼র প্রভাব অতুলনীয়’। এই ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছেন সন্দীপ সিং এবং আনন্দ পণ্ডিত।
হিন্দু জাতীয়তাবাদী আদর্শের প্রবক্তা এই দেশনায়ককে নাসিক ষড়যন্ত্র মামলার দ্বিতীয় পর্যায়ে অভিযুক্ত করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে বিপ্লবীদের ব্রাউনিং পিস্তল সরবরাহ করার অভিযোগ ওঠে। ১৯১১ সালের ৩০ জানুয়ারি মামলার চূড়ান্ত বিচারে𒆙 দী💟র্ঘ ২৫ বছরের কারাদণ্ড হয় তাঁর।
অনেকেই সাভারকরের বিরুদ্ধে অভিযোগ আনেন সাম্প্রদায়িকতা ছড়ানোর, ব্রিটিশ সরকারের কাছে মার্সি পিটিশন বা ক্ষমা প্রার্থনাജ করবার জেরেও ইতিহাসে বিতর্কিত ব্যক্তিত্ব হিসাবে নাম রয়েছে তাঁর। এমনকী মহাত্মা গান্ধীর হত্যা মামলাতেও নাম জড়িয়েছিল বীর সাভারকরের, পরে উপযুক্ত তথ্য-প্রমাণের অভাবে তাঁকে বেকসুর ঘোষণ𓂃া করা হয়। তবে সাভারকর মানে শুধু হিন্দুত্ববাদী, সাম্প্রদায়িক বা ব্রিটিশের ক্ষমাপ্রার্থী নন। সেই গল্পই বলবে ‘স্বতন্ত্রবীর সাভারকর’।