সম্প্রতি বাংলাদেশ যে উত্তাল সময়, আন্দোলনের 🥂সাক্ষী থেকেছে, সেখানে সরকারে বদল এনে কিছুটা থিতু হয়েছে কী হয়নি এর মধ্যেই আবার অস্থির হয়ে উঠল পড়শি দেশ। নেপথ্যে এক ব্যক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয়♚ে নৃশংস ভাবে হত্যার ঘটনা। এবার এটি নিয়ে সোচ্চার হলেন ওপার বাংলার অভিনেত্রী তমা মির্জা।
কী ঘটেছে?
গত বুধবার, ১৮ সেপ্টেম্বর বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম হলের গেস্ট রুমে তোফাজ্জ্বলকে খাওয়ানো হয় প্রথমে। তারপ🦩র চোর সন্দেহে তাঁকে পিটিয়ে হত্যা করেছেন এই বিশ্ববিদ্যালয়ের একদল যুবক, এমনটা অভিযোগ উঠেছে। বুধবার তাঁকে দফায় দফায় পিটানো হয় বলে জানা গিয়েছে। এরপর সেদিন রাতেই, রাত ১টা নাগাদ তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এরপরই আগুনের গতিতে তাঁর মৃত্যুর খবর এবং এই নৃশংস ঘটনার কথা ছড়িয়ে পড়ে দ্রু💧ত।
আরও পড়ুন: কিশোরীর যৌন নিগ্রহ করেছিলেন সত্যিই! দোষ স্বীকার 'আজ কী রাত'- এর কোরিওগ্রাফার জা𓂃নির!
এরপরই এই ঘটনার তীব্র বিরোধিতা করꦇে প্রতিবাদে সোচ্চার হয়েছেন ওপার বাংলার অভিনেত্রী তমা মির্জা। তিনি তোফাজ্জ্বলকে নিয়ে বানানো একটি পোস্ট শেয়ার করে লেখেন, 'বাব⛎া, মা, ভাই কেউ তো নেই! কে ওঁর হয়ে বিচার চাইবে? আমি বিচার চাই।'
তিনি আরেকটি পোস্টে লেখেন, ‘নিহত ত✅োফাজ্জ্বল কোন দল, কোন ধর্ম, কোন বর্ণ, কেমন ব্যক্তি ছিল, মানুষিকভাবে সুস্থ ছিল কি ছিল না জানতে চাই না, ওনারাইবা ( খুনীরা ) কেন এমন করল? কিভাবে করল? কোন পরিস্থিতিতে করল? শুনতে চাই না, আমি শুধু জানতে চাই, শুনতে চাই - তোফাজ্জ্বল ন্যায় বিচার কি পেল? এবং সেটি অনতিবিলম্বে’
প্রﷺসঙ্গত বিগত কয়েকদিন ধরেই কানাঘুষোয় শোনা যাচ্ছে যে রায়হান রাফির সঙ্গে নাকি সম্পর্ক ভেঙেছে তমা মির্জা। যদিও এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি তাঁরা।
আরও পড়ুন: সিংঘম এ🍎গেনে তারকাদের রমরমা, তবুও রোহিতের ছবিতে থাকছে না চুলবুল পান্ডের ক্যামি🎉ও