♔ শনিবার রাতেই সামনে এসেছে বাবলি সিনেমার ট্রেলার। ১৫ অগস্টে মুক্তি পাচ্ছে এই শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও আবির চট্টোপাধ্যায়ের এই সিনেমা। তার আগে প্রচারে খুব ব্যস্ত টিম বাবলি। শনিবার সিনেমার প্রোমোশনের ফাঁকে বিরিয়ানিতে মজতে দেখা গেল দুজনকে।
ไশহরের এক বিখ্যাত বিরিয়ানির দোকানে গিয়েছেন শুভশ্রী, আবির। সঙ্গ দিয়েছিলেন পরিচালক রাজও। তবে এই যাওয়ার উদ্দেশ্য ছিল ছবির প্রোমোশনই। বিখ্যাত ডি বাপির দোকানে দেখা গেল এই ত্রয়ীকে। কালো টি-শার্টে দেখা গেল রাজকে। শুভশ্রী পরেছিলেন শিফনের হলুদ শাড়ি, কানে গোঁজা ফুল, আর ক্যাজুয়াল শার্টে আবির। ফুল দিয়ে রেডকার্পেট সাজিয়ে তিন জনকে স্বাগত জানানো হয়।
আরও পড়ুন: 😼‘স্কুলের মাঠ থেকে, ছোট্ট মেয়ের মা-বাবা…’! ডিভোর্সের খবরের মাঝে সৃজাকে নিয়ে মনের কথা লিখলেন অর্জুন
꧑বুদ্ধদেব গুহর ‘বাবলি’ বরাবরই সব বয়সী পাঠকদের মধ্যে ভীষণ জনপ্রিয়। আর সেটাই নিজের পরিচালনার মাধ্যমে রুপোলি পর্দায় তুলে ধরেছেন পরিচালক রাজ। এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা গিয়েছিল, সেই কেরিয়ারের শুরুতে যখন থেকে টেলিফিল্ম বানাতেন, তখন থেকেই তাঁর বাবালি বানানোর ইচ্ছে ছিল। তখন বুদ্ধদেববাবুর সঙ্গে কথাও হয়েছিল। তবে সেই সময় বাজেট, সময়, সবকিছুর কারণে আর কাজ এগোয়নি। এতদিন বাদে সেই স্বপ্ন পূরণ হওয়ার পালা।
আরও পড়ুন: 🏅মমতার সরকারের উপর ‘মুসলিম তোষণ’-এর অভিযোগ, মুক্তির তারিখ ঘোষণা THE DIARY OF WEST BENGAL সিনেমার
🍨বুদ্ধদেবের বাবলি চরিত্রটি কিন্তু কখনোই ছিপছিপে, খুব সুন্দরী নায়িকা নয়।বরং, ঘরোয়া, একটু মোটা, ঘরের মেয়ে। এর মধ্যে ভালোবাসা আছে, হিংসে আছে, নিজেকে উজার করে দিতে পারে সে ভালোবাসার মানুষের কাছে। অন্য দিকে, অভি চরিত্রটি হ্যান্ডসাম হাঙ্ক। সাঁতার থেকে ব্যাডমিন্টন সবেতেই সে সিদ্ধহস্ত। এই বাবলি আর অভি-র রসায়নই এই উপন্যাসের টান।
আরও পড়ুন: 🐬প্রকাশ্যে পদাতিক-এর ট্রেলার! এক দৃশ্যে মৃণাল-রূপী চঞ্চলকে ‘নগ্ন’ দেখালেন সৃজিত
♑তবে গল্পে রয়েছে তৃতীয় ব্যক্তি। নাম যার ঝুমা। এই চরিত্রে দেখা যাবে সৌরসেনী মৈত্রকে। যে পেশায় এয়ারহোস্টেস। বাবলিরই বান্ধবী। এদিকে অভির সঙ্গেও রয়েছে ঘনিষ্ঠতা। আর সেটাই দূরত্ব আনে অভি-বাবলির মাঝে। বাবলি ভুল বুঝতে থাকে অভিকে! যারা উপন্যাস পড়েননি, তাঁদের মনে প্রশ্ন আসতে পারে, কীভাবে কাছাকাছি আসবে অভি-বাবলি, তা জান যাবে ছবি মুক্তিতে। প্রসঙ্গত, ১৫ অগস্ট আরও একটি বাংলা সিনেমা মুক্তি পাচ্ছে. তা হল মৃণাল সেনের বায়োপিক পদাতিক।