পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের জন্মদিন ছ🎐িল সোমবারে। আর সেই দিনেই মুক্তি পেল তাঁর পুজোর সিনেমা টেক্কার প্রথম গান ‘তোমায় ছেড়ে যেতে পারলাম কই…’! এবারের পুজোতে বেশ বড়সড় সংঘর্ষ হবে তা এখন থেকেই স্পষ্ট। আর এরকম গান থাকলে, ছবি নিয়ে দর্শকের আলাদা ভালোবাসা তো তৈরি হবেই।
‘তোমায় ছেড়ে যেতে পারলাম কই’ গানটির কথা ও সুর রনজয় 🔯ভট্টাচার্য্যের। আর গেয়েছেন অনুপম রায়। 'টেক্কা' ছবিতে প্রথমবারের মত একজন অপহরণকারীর ভূমিকায় দেখা গেছে দেবকে। তাঁর চরিত্রের নাম ইখলাখ। যে একটি স্কুলের ছাত্রীকে অ𝐆পহরণ করে। কী উদ্দেশে তা স্পষ্ট নয়, তবে খুব সম্ভবত ঘুন ধরা সিস্টেমের বিরুদ্ধে জমে থাকা কোনো রাগ থেকেই।
আরও পড়ুন: ‘কাজের জন্য টাকা চাওয়া হত, মমতাকে বলে কাজ হয়নি’, 🍌দাবি টলিউডের প্রাক্তন কলাকুশলীর
দেবের গলায় একটি ডায়লগ থেকেই তা ধরꦓণা করা যায়, ‘পৃথিবীর সবথেকে বড় অবরাধ গরিব হওয়া। সমাজে ভূতের মতো ঘুরে বেড়ালেও যাঁদের খোঁজ করে রাখে না। কেউ চেনে না। তবে এবার চিনবে।’ পুলিশ অফিসারের ভূমিকায় রুক্মিণী মৈত্রকে দেখা গিয়েছে। স্বস্তিকা মুখোপাধ্যায় সেই অপহরণ হওয়া বাচ্চাটির মা।
আরও পড়ুন: ডিভোর্স না নিয়েই ২ বিয়ে, ৩ ছেলেমেয়ে! আশার মনে প্রশ্ন, ‘এরা 🐠সন্তানকে 𝔍বোঝা ভাবে…’
গত বছরের পুজোতে মোটেও এক টিমে ছিলেন দেব ও সৃজিত। সৃজিতের পরিচালনায় এসেছিল ২২শে শ্রাবণ। আর তাতে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অনির্বাণ 🏅ভট্টাচার্য। আর দেবকে ✱দেখা গিয়েছিল বাঘাযতীনে। পুজোর সিংহভাগ বাজারই দখলে রেখেছিল এই দুটো সিনেমা। তাই আশা রাখা যাচ্ছে, এবারে টেক্কা-কে টক্কর দেওয়া বেশ মুশকিল হবে।
আরও পড়ুন: চেনাই য꧅াচ্ছে না স্বস্ত✱িকাকে, সৃজিতের জন্মদিনে বদলালেন ভোল, ধরলেন জড়িয়ে! পাশ থেকে দেব গাইল…
পুজোয় টেক্কাকে টক্কর দিতে আসছে বহুরূপী ও শাস্ত্রী। শিবপ্রসাদ-নন্দিতা পরিচালিত এই সিনেমায় মুখ্য চরিত্রে রয়েছেন আবির চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী, সঙ্গে ১৬ বছর পর জুটি বেঁধে ফিরছেন দেবশ্রী রায়। দেবারতি মুখোপাধ্যায়ের ছোট গল্প অবলম্বনে তৈরি হচ্ছে ‘শাস্ত্রী’। জ্যোতিষে বিশ্বাসী মিঠুন অর্থাৎ শাস্ত্রী। তাঁর স্ত্রীর ভূমিকায় রয়েছেন দেবশ্রী রায়। এছাড়াও এই সিনেমায় রয়েছেন শাশ্বত চট্ট♔োাপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, রজতাভ দত্ত, সৌরসেনী মৈত্র এবং সোহম চক্রবর্তী। ব্যবসার নিরিখে কে এগোয়, কোন সিনেমা দেখতে হলে বেশি ভিড় হয়, সেটাই এখন দেখার।