হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ টেরেন্স লুইস। ডান্স ইন্ডিয়া ডান্সের সুবাদে এই বলিউড কোরিওগ্রাফারকে চিনিছে সকলে। বছর দুয়েক আগে নোরা ফতেহির সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছিল এই ডান্স মাস্টারের বিরুদ্ধে। ডান্স রিয়ালিটি শো ‘ইন্ডিয়াস বেস্ট ডান্সার’-এর মঞ্চের একটি ভিডিয়ো নিয়ে রীতিমতো জলঘোলা হয়েছিল সোশ্যাল মি♔ডিয়ায়। ওই ভিডিয়োকে ‘আপত্তিজনক’ বলে দাগিয়ে দেয় নেটপাড়ার বড় অংশ। দাবি করা হয়,ওই ভিডিয়োয় নোরার নিতম্ভে স্পর্শ করেছেন কোরিওগ্রাফার। সেই বিতর্ক নিয়ে এতদিনে নীর𓂃বতা ভাঙলেন টেরেন্স।
মণীশ পলের সঙ্গে একান্ত আলাপ♉চারিতায় মনের ঝাঁপি খোলেন টেরেন্স। ভিডিয়োটির ভুল ব্যাখা করে তাঁকে ব্যꦐক্তিগত আক্রমণ করা হয়েছে বলে জানান টেরেন্স। অনেকেই নাকি সেই সময় ব্যক্তিগত মেসেজে ঘৃণা প্রকাশ করেছিল টেরেন্সের প্রতি।
টেরেন্সের কথায়,'খুব স্বাভাবিক এবংসাধারণএকটা পরিস্থিতি। কেন লোকে জটিল করেছে বুঝতেই পারিনি। ওই সময় মালাইকা📖💝র কোভিড ধরা পড়েছিল।ওর বদলে নোরা এসেছিল কয়েকটিপর্বের বিচারক হিসাবে।সেই পর্বে শত্রুঘ্নসিনহা আর তাঁর স্ত্রী এসেছিলেন। গীতা বলে আমরা আলাদা কিছু করব। এরপর আমরা ভক্তিভরে প্রণাম করার চেষ্টা করছিলাম শুধু। আমার তো মনেও নেই নোরার গায়ে আমার হত স্পর্শ করেছিল বলে’।
সেই বিকৃত ভিডিয়ো-
কোরিওগ্রাফার আরও জানান,সব কিছুকে বিকৃতকরে দেখা অর্থহীন!নোরার সঙ্গে বহুবার ঘনিষ্ঠ হয়ে ডান্স পারফরম্যান্স করেছেন টেরেন্স মনে করান। তিনি ব🔯লেন,‘চারটে ক্যামেরার মাঝে আমি কেন এমন করব? যারা এটা ভেবেছে তাদের মানসিকতা নীচ। আমাকে অকারণে গালিগালাজ করা হয়েছে। পুরো ভিডিয়োটা বিকৃত করে কৈরি করা হয়েছিল বলে জানান টেরেন্স।
উল্লেখ্য, এই ঘটনার পরেꦦই সোশ্যাল মিডিয়ায় টেরেন্সের পাশে দাঁড়িয়েছিলেন খোদ নোরা। টেরেন্সকে নিজের সততা এবং চারিত্রিক দৃঢ়তা বজায় রাখার জন্য ধন্যবাদ দিয়েছিলেন সাকি গার্ল । নোরা স্পষ্টভাবেই জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ওই ভিডিয়োটি আসলে ভুয়ো। ফটো এবং ভিডিয়ো মর্ফিং যে হারে বেড়ে চলেছে তা স্মরণ করিয়ে দিয়ে রীতিমতো উদ্বেগও জাহির করেছিলেন।