জোয়া আখতারের হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ হয়েছে তিন স্টারকিডের। গত মাসেই নেটফ্লিক্সের পর্দায় মুক্তি পেয়েছে ‘দ্য আর্চিস’। মার্কিন কমিক ‘দ্য আর্চিস’-এর ভারতীয় সংস্করণ এই ছবি। রিভারডেল নামক এক কাল্পনীয় স্থানের প্রেক্ষাপটে সাজানো জোয়ার এই গল্পে আর্চি অ্যান্ডুজের চরিত্রে অভিনয় করেছেন বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। ভেরোনিকা ও বেটি কুপারের চরিত্রে দেখা মিলেছে অপর দুই স্টারকিড সুহানা খান ও খুশি কাপুরের। আরও পড়ুন-🐠একসঙ্গে ৫ জ♕নকে ডেট করছেন! ‘চিটার’ ওরি করণের শো-তে, সুহানাদের নিয়ে ধেয়ে এল প্রশ্ন
একদিকে যেমন এই ছবিতে বচ্চনের নাতি, শাহরুখ ও শ্রীদেবীর মেয়েরা অভিনয় করেছেন তেমনই অপর তিন ‘আউটসাইডার’ও রয়েছেন। দ্য আর্চিস টিমের অপর তিনজন হলেন, অদিতি ডট, বেদাং রায়না এবং যুবরাজ মেন্ডা। এই ছবির নামের পাশে শুরু থেকেই সেঁটে দেওꦡয়া হয়েছে ‘নেপোটিজমের আঁতুড়ঘর’ তকমা। সেই নিয়ে কড়া জবাবেও দিয়েছেন জোয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে জোয়ার কাছে জানতে চাওয়া হয়, এই ছবির জন্য কত পারিশ্রমিক পেয়েছেন সুহানা-অগস্ত্যরা। মিড ডে-কে দেওয়া ওই সাক্ষাৎকারে এই প্রশ্নের সরাসরি জবাব দিতে অস্বীকার করেন জোয়া। প্রযোজক রীমা কাগতি অবশ্য যোগ করেন, সেটে ছয় জনের সঙ্গেই সমান আচরণ করা হয়েছে। কেউ সেখানে বাড়তি সুবি⭕ধা পাননি। অর্থাৎ স্টারকিড হলে সুহানা, অগস্ত্যদের বাড়তি সুবিধা দেওয়া হয়নি, তা স্পষ্ট করেন প্রযোজক।
এর আগে স্বজনপোষণ বিতর্ক নিয়ে ফুঁসে ওঠেছিলেন জোয়া। যুগারনটকে দেওয়া একটি সাক্ষাৎকারে জোয়া বলেছিলেন, ‘আমার মনে হয় এই বিতর্কটা বিশেষ সুবিধা, সুযোগ এবং সোশ্যাল ক্যাপিটাল নিয়ে। আমি এই রাগ বা ফ্রাস্ট্রেশনটা বুঝি, যাঁরা এই বিশেষ সুবিধাগুলো পান না তাঁদের এটা নিয়ে রাগ হওয়া স্বাভাবিক। তবে এটা নিয়ে কথা বলা উচিত। সবারই এক ধরনের শিক্ষা, চাকরি এবং সুযোগ পাওয়া উচিত। কিন্তু যখন কেউ বলে আমার ছবিতে সুহানা খানের থাকা উচিত নয় সেটা ফালতু কথা ♌কারণ ওকে আমার ছবিতে না নিলে যে বলছে কথাটা তার জীবন বদলাবে না। যেটা আপনার জীবন বদলাতে পারে সেটা নিয়ে কথা বলা উচিত’।
কড়া সুরে জোয়া যোগ করেছিলেন-'আমি এই ইন্ডাস্ট্রিতে বড় হয়েছি, আমি কী করতে চাই না চাই সেটা করার পূর্ণ অধিকার আমার আছে। আমার বাবার যাঁরা পরিচিত🍸 তাঁরা আমারও পরিচিত। তাহলে কি বলতে চান আমি চিত্রপরিচালক হতে চেয়েছি বলে বাবাকে অস্বীকার করব নাকি আমি যে পেশাটা ভালোবাসি বেছে নিয়েছি সেটা করব না?'
তিনি আরও বলেন,🐠 'নেপোটিজম তখন হয় আমি যখন পাবলিক বা অন্য কারও টাকা নিচ্ছি আমার বা আমার বন্ধু বা পরিবারের জন্য। কিন্তু আমার টাকা দিয়ে যখন কিছু করছি সেটা নেপোটিজম নয়। আমি আমার টাকা দিয়ে কী করব সেটা আপনি বলার কে? এটা আমার টাকা। আমি আমার টাকা আমার বোনপো বা দাদার ছেলের উপর খরচ করব কিনা সেটা আমার ব্যাপার।'
ওদিকে দ্য আর্চিস নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পেলেও ইতিমধ্যেই সুহানা-অগস্ত্যদের ঝুলিতে এসে গিয়েছে নতুন ছবি। সুহানার পরবর্তী ছবিতে দেখা মিলবে শাহরুখ খানের। যা পরিচালনার দায়িত্বে থাকবেন সুজয় ঘোষ। ছবির নাম হতে চলেছে ‘কিং’। পিঙ𝐆্কভিলার সূত্র বলছে, এই মাসেই শ্যুটিং শুরু হবে। অন্যদিকে অগস্ত্যকে আগামিতে দেখা যাবে একাত্তরের মুক্তিযুদ্ধের নায়ক অরুণ ক্ষেত্রপালের জীবনীনির্ভর ছবি ‘ইক্কীস’-এ। যা পরিচালনা করবেন শ্রীরাম রাঘবন।