ইরফান খানের কামব্যাক ফিল্ম আংরেজি মিডিয়ামের শুরুটা বক্স অফিসে মোটেই ভাল হল না। করোনা আতঙ্কের জেরে আংরেজি𓃲 মিডিয়ামের বক্স অফিস কালেকশন ক্ষতিগ্রস্ত হবে, আগেই জানিয়েছিলেন ট্রেড অ্যানালিস্টরা। আশঙ্কা মতোই মুক্তির প্রথম দিন বক্স অফিসে ৩.৫০ কোটি টাকার ব্যবসা করল আংরেজি মিডিয়াম, জানিয়েছে বক্স অফিস ইন্ডিয়া।
এমনতিতেই বক্স অফিসে খুব বেশি কালেকশনের আশা ছিল না এই ছবির, তবে করোনা আতঙ্ক নিঃসন্দেহে ꦜছবির কালেকশনে বড় ধাক্কা। কারণ বলিউড ছবির বড় মার্কেট দিল্লি, মুম্বই। দেশের দুই মহানগরীতেই বন্ধ সিনেমা হল। বৃহস্পতিবার কেজরিওয়াল সরকার জানিয়েছিল ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাবকে দিল্লির সব প্রেক্ষাগৃহ। অন্যদিকে মহারাষ্ট্র সরকার শুক্রবার মুম্বই সহ পাঁচ শহরে ৩১ মার্চ পর্যন্ত সব থিয়েটার বন্ধ রাখার নির্দেশ💦 নিয়েছে। তাই ছবির কালেশনে কোনওরকম উন্নতির আশা কার্যত নেই।
বাবা-মেয়ের সম্পর্কের প্রেক্ষ🔯াপটে তৈরি হয়েছে পরিচালক হোমি আদাজানিয়ার এই ✱ছবি। আংরেজি মিডিয়ামে ইরফানের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন রাধিকা মদন। লন্ডনের এক পুলিশের ভূমিকায় ছবিতে রয়েছেন করিনা কাপুর খান। এছাড়াও আংরেজি মিডিয়ামে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দীপক ডোবরিয়াল, ডিম্পল কাপাডিয়া এবং পঙ্কজ ত্রিপাঠি।
করোনা আতঙ্কের জেরে আগেই অনির্দষ্টকালের জন্য সূর্যবংশীর মুক্তি পিছিয়ে দিয়েছেন পরিচালক-প্রযোজক রোহিত শেট্টি। বৃহস্পতিবার রাতে রোহিত শেট্টি ফিল্মসের তরফে আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হꦕয়, পরিস্থিতি স্বাভাবিক হলে ছবি মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হবে। ২৩ মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল রোহিত শেট্টির কপ ইউনির্ভাসের চার নম্বর ছবির।
টাইগার শ্রফের 🃏বাগি থ্রি-র কালেকশনে যথেষ্ট প্রভাব ফেলছে করোনা আতঙ্ক। দিল্লি-মুম্বইয়ে থিয়েটার বন্ধ থাকায় ১০০ কোটির ক্লাবে বাগি থ্রি-র প্রব🌠েশ বেশ কঠিন হয়ে দাঁড়াবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এখনও পর্যন্ত ছবির মোট কালেকশন ৯২.১৭ কোটি টাকা।