চারদিক থেকে পরনে শীতের মোটা পোশাক, ৪জনের মুখই মোটা রুমাল দিয়ে ঢাকা। হঠাৎ রুমাল সরে গেল। সরতেই দেখা গেল আর মাধবন, কে কে মেনন, দিব্যেন্দু, আর বাবিল খানকে। সঙ্গে শোনা গে😼ল সাইরেনের আওয়াজ। যা আচমকা শুনলে আপনারও বুক কেঁপে উঠবে। ২৫ নভেম্বর মুক্তি পাওয়া 'দ্য রেলওয়ে ম্যান'-এর মোশন পোস্টারে এভাবেই, গুরুগম্ভীর চেহারায় দেখা গিয়েছে অভিনেতা আর মাধবন, কে কে মেনন, দিব্যেন্দু, আর বাবিল খানকে।
'দ্য রেলওয়ে ম্যান'-এর মোশন পোস্টার শেয়ার করে মা💎ধবন লিখেছেন, ‘নৈতিকতা। আদর্শ, কর্তব্য, বলিদান, The Railway Men – সত্য গল্প দ্বারা অনুপ্রাণিত একটি চার পর্বের সিরিজ 18 নভেম্বর আসবে, শুধুমাত্র Netflix এ!’ মোশন পোস্টা༺রের ক্যাপশানে লেখা, ‘দ্য রেলওয়ে মেন: দ্য আনটোল্ড স্টোরি অফ ভোপাল ১৯৮৪।’
চার পর্বের এই সিরিজটি নবাগত পরি🦩চালক শিব রাওয়াইল দ্বারা পরিচালিত, যিনি YRF-হাত ধরে উঠে আসা প্রতিভাদের মধ্যে একজন। ভোপাল গ্যাস দুর্ঘটনার পটভূমিতে, তৈরি দ্য রেলওয়ে মেন। এটি একটি রোমাঞ্চকর, মানবতা ও সাহসিকতাকে সম্মান জানিয়ে তৈরি হওয়া একটি গল্প। যা অজ্ঞাত নায়কদের মর্মান্তিক একটি গল্প বলে। আটকে পড়েন এবং শত শত নিরীহ নাগরিকদের জীবন বাঁচানোর চেষ্টা করেন। এমনই একটি গল্পে দেখা যাবে আর মাধবন, কে কে মেনন, দিব্যেন্দু, আর বাবিল খানকে।
১৯৮৪ সালে ভোপালের সেই ভয়ঙ্কর স্মৃতি উস্কে দেবে নেটফ্লিক্সের এই সিরিজ। যে দুর্ঘটনায় একদিন মৃত্য হয়েছিলে প্রায় ৩ হাজারেরও বেশি মানুষের। যদিও বেসরকা✨রি হিসাবে এই মৃত্যুর সংখ্যাটা নাকি ১৬ হাজারেরও বেশি। এখানেই শেষ নয়, সেই ক্ষত দীর্ঘদিন বয়ে বেড়াতে হয়েছিল ভোপানের বাসিন্দাদের।