সারেগামাপাতে গত রবিবার, ৩ অক্টোবর শান্তনু মৈত্র স্পেশ্যাল পর্ব সম্প্রচারিত হল। আর সেখানেই ওপেন টি বায়োস্কোপ ছবি থেকে বন্ধু চল গানটি গেয়ে তাক লাগালেন তিথি রায় কার্জ্জী। তাঁর গান শুনে এদিন কেঁদে ফেলেন সমস্ত বিচারকরা। শান্তনু মৈত্র জানান গানের নেপꦕথ্যের কাহ▨িনি।
কী ঘটেছে?
এদিন ত🦋িথি রায় কার্জ্জী অনুপম রায়ের গাওয়া বন্ধু চল গানটি গেয়ে শোনান। তবে এদিন যে তিনি কেবল গান🤪 গেয়েছেন সেটাই নয়। তার সঙ্গে ছিল একটি কবিতা পাঠও। মীরাক্কেল খ্যাত অর্ণব কর্মকারের লেখা বন্ধুত্ব নিয়ে একটি কবিতা পাঠ করেন মুনমুন মুখোপাধ্যায়। সেখানে উঠে আসে ছোটবেলা থেকে বড়বেলার বন্ধুদের কথা, বন্ধুত্বের কথা, বন্ধুদের হারিয়ে যাওয়ার কথা। সবটা মিলিয়ে একটা মন কেমন করা পরিস্থিতি তৈরি হয়। সঙ্গে মন ভালো করাও বোধহয়। ফলে তিথির এই পারফরমেন্স দেখে বিচারকরা যেমন মুগ্ধ হয়েছেন, তেমনি তাঁদের মন ভারাক্রান্ত হয়ে যায়। কেঁদে ফেলেন সকলে।
তিথির গান শেষ হওয়ার আগেই মঞ্চে উঠে যান শান্তনু। শেষ লাইনটা গান প্রতিযোগীর সঙ্গ🎐ে। জড়িয়ে🐭 ধরেন তাঁকে। এরপরই ঝরঝর করে কেঁদে ফেলেন তিথি। বাদ যান না ইমন, জোজো, অন্তরারা। প্রতিযোগীর গানের প্রশংসার পাশাপাশি এদিন তাঁরা তাঁদের বন্ধুত্বের কথাও শোনান।
ইন্দ্রদীপ দাশগুপ্ত বলেন, বন্ধুত্ব এ🌊কমাত্র সম্পর্ক যেটা আমরা বেছে নিই। সেটা যেন কেউ কোনও শর্তে নষ্ট না করেন। হারিয়ে না ফেলেন। ইমন চক্রবর্তী জানান, তাঁর গুটিকয় বন্ধু আছে। তাঁদের মধ্যে অন্যতম হলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। তাঁদের বন্ধুত্বের স্মৃতি হাতড়ে বলেন, 'আমি প্রথম যেদিন গান রেকর্ড করতে গেছিলাম আমায় বের করে দিয়েছিল স্টুডিও থেকে। বুঝেছিলাম মানুষটা ভুল ধরিয়ে দেবে।' ইন্দ্রদীপের কথা শোনা যায় এদিন রাঘব চট্টোপাধ্যায়ের মুখেও। তিনি বলেন, 'আমার মেয়ে যখন সবে জন্মেছে, খুব অবস্থা খারাপ তখন আমার সঙ্গে গোটা রাত হাসপাতালে ছিল এই মানুষটা।' কৌশিকী চক্রবর্তী জানান তাঁর প্রথম বন্ধু তাঁর স্কুলের অঙ্কের শিক্ষক। তিনি অꦐঙ্কে ভয় পেতেন বলে ওঁর সঙ্গে বন্ধুত্ব করে তিনি তাঁকে অঙ্ক শেখাতেন।
আরও পড়ুন: 'আমাদের গান নে🃏ওয়া হচ্ছে, কিন্তু গাই🌞তে দেওয়া হচ্ছে না', ভরা মঞ্চেই টাপা টিনি নিয়ে আক্ষেপ উপল-অনিন্দ্যর!
বন্ধু চলের নেপথ্যের কাহিনি
এদিন বন্ধু চলের কাহিনি জানিয়ে শান্তনু মৈত্র বলেন, 'আমি যখ𓂃ন দিল্লি থেকে মুম্বই আসি যাঁদের সঙ্গে সেই সময় গান বাজনা করতাম তাঁদের অনেকের সঙ্গে যোগাযোগ ব﷽িচ্ছিন্ন হয়ে যায়। ওটা আমার ভুল ছিল। আর সেখান থেকেই এই গান।'
সারেগামাপা প্রসঙ্গে
এবারের সারেগামাপাতে আছেন ৮ জন বিচারক। এবারের এই ৮ বিচারক হলেন শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিকী চক্রবর্তী, জোজো মুখোপাধ্যায়, জাভেদ আলি। এঁরা ৮ জন মিলে বা🅰নিয়েছেন ৪টি দল। ম✃োট ৩১ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছিল এই শো। আবির চট্টোপাধ্যায় রয়েছেন সঞ্চালক হিসেবে।