দিন কয়েক আগেই বিজেপিতে যোগ দিয়েছেন শ্রাবন্তী। এই টলি নায়িকার বিজেপি যোগদান ঘিরে কম জল্পনা চলেনি। ২০১৯-এর লোকসভা ভোটের আগেও শ্রাবন্তীর গেরুয়া শিবিরে নাম লেখানোর খবর শোনা গিয়েছিল। অবশেষে একুশের বিধানসভা ভোটের আগে পদ্মশিবিরে শ্রাবন্তী। একদিকে যখন নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কের শেষ নেই, তখন তাঁর রাজনীতিতে পা বাড়ানোটা সেই বিতর্ককে আরও খানিকটা বাড়🍎িয়ে দিয়েছে। বিজেপিতে নাম লেখানোর পর থেকেই নানা সময়ে শাসকদলের নীতি-আদর্শ নিয়ে প্রশ্ন তুলেছেন নায়িকা। তবে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেননি। কিন্তু রবিবার সব হিসাব-নিকাশ পালটে গেল।
মোদীর ব্রিগেড ব়্যালির দিন টুইটারে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন শ্রাবন্তী। মোদীর অনুপ্রেরণায় বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেত্রী, সেকথা বহুবার বলেছেন। তবে এবার সরাসারি দিদির বিরোধিতায় কোমর বেঁধে নামলেন নায়িকা। এদিন টুইটারে দেওয়ালে স্পষ্ট ভাষায় শ্রাবন্তী লেখেন, ‘বেশির ভাগ নেতা, মন্ত্রী𓆉 ও সমর্থকরা তৃণমূল থেকে বেরিয়ে আসছে পিসি ও ভাইপো-র রাজনীতির জন্য৷ নিজেদের টিকিয়ে রাখতে সব সময়ই ক্ষমতার অপব্যবহার করে থাকে এরা দুজনে'।
রাজনীতির ময়দানে নেমে বিরোধী দলনেত্রীকে তোপ দাগা শুরু করে দিলেন শ্রাবন্তী তা বেশ স্পষ্ট। বিজেপি সূত্রে খবর, বিধানসভা নির্বাচনে টিকিট পাকা শ্রাবꦰন্তীর। প্রথম দু-দফার নির্বা✤চনের প্রার্থী তালিকা ইতিমধ্যেই ঘোষণা করেছে দল, সেই তালিকায় যদিও নাম নেই অভিনেত্রীর। প্রার্থী হওয়ার ব্যাপারে শ্রাবন্তীর কী মত? ‘দল যা সিদ্ধান্ত নেবে, আমি সেই অনুযায়ী কাজ করব’।
একটা সময় মমতা ঘনিষ্ঠ তারকা হিসাবেই পর𒀰িচিত ছিলেন শ্রাবন্তী। কিন্তু তাল কাটল কোথায়? সেই নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে। তবে আপতত মোদীর দেখানো পথে হেঁ♚টে ‘সোনার বাংলা’ গড়ে তুলতে আগ্রহী শ্রাবন্তী।