মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য অরিজিৎ সিং☂। গত বছর মমতার ভাবনায় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য গানও বেঁধেছিলেন গায়ক। তার আগেরবার কিফের মঞ্চেও দেখা মিলেছিল তা🎶ঁর। কিন্তু আর জি কর ইস্যুতে শাসক দলের অস্বস্তি বাড়িয়েছেন জিয়াগঞ্জের ভূমিপুত্র। শুরু থেকেই নিজের ব্যক্তিগত এক্স হ্যান্ডেলে এই ন্যক্কারজনক ঘটনা নিয়ে সরব অরিজিৎ।
দিন চারেক আগে আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে ‘আর কবে’ গান বেঁধেছেন অরিজিৎ। এটি শুধু গান নয়, লাখো মানুষের প্রতিবাদের ভাষা। এখন মুখে মুখে ফিরছে অরিজিৎ-এর সেই গান। এর মাঝেই তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ শুক্রবার এক্স হ্যান্ডেলে আচমকা আক্র𒅌মণ করে বসেন অরিজিৎ-কে। তিনি রীতিমতো বিদ্রুপের সুরে লেখেন, মুম্বই অরিজিৎ-এর কর্মক্ষেত্র বলেই হাথরাস নিয়ে তাঁর বিবেক জাগেনি। কাজ, টাকা, কেরিয়ারের জন্যই চুপ থেকেছেন তিনি!
কুণালের এই বক্🥃তব্যের জেরে সোশ্যাল মিডিয়ায় ছিছিকার। গায়কের সমর্থনে সুর চড়াচ্ছেন ভক্তরা। কুণাল ঘোষের পোস্টের কিছুক্ষণ পরেই নিজের ব্যক্তিগত এক্স হ্যান্ডেল 'আত্মজআরজলজ' একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন অরিজিৎ। লেখেন, ‘ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি।’ এই বাগধারার মাধ্যমে কুণাল ঘোষকেই পরোক্ষে বিঁধেছেন অরিজিৎ, দাবি নি🌺ন্দকদের।
‘আত্মজআরজলজ’ অ্যাকাউন্টটি ফের প্রাইভেট করে দিয়েছেন অরিজিৎ। সেখানে গায়ক এদিন লেখেন, আপতত শিক্ষক দিবসের দিকে তাকিয়ে তিনি। ৫ই সেপ্টম্বর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার পরবর্তী শুনানি। অরিজিৎ আরও লেখেন, ‘মিডিয়ায় কিছু ন꧙তুন তথ্য উঠে আসছে- ফোন কলস, নীল বা সবুজ চাদর, সেমিনার হলের দুই দরজা। এটা পরিষ্কার যে কিছু তো একটা লুকানোর চেষ্টা চলছে। কিছু একটা হবেই’।
অরিজিৎ-এর মতোই আশাবাদী এই দেশের ল🐲াখো মানুষ। এদিন কুণাল ঘোষ অরিজিৎ-কে নিয়ꦦে শুরুতে লেখেন, 'অরিজিৎ সিং অপূর্ব গায়ক। ছেলেটিও ভালো। তিলোত্তমার ন্যায়বিচার চেয়ে গানটি যথাযথ, সমর্থন করি। কিন্তু সমস্যা হল বিবেক জাগে শুধু বাংলায়। মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে হিন্দিতে গান হয় না। বা সাক্ষী মালিকদের নিয়ে। কারণ ওটা মূল কর্মক্ষেত্র, হিন্দিজগত, কাজ, টাকা, কেরিয়ার, তাই চুপ?'
এরপরেই নেটিজেনদের রোষের মুখে পড়েন কুণাল। কেউ লেখেন, ‘অরিজিৎ রাস্তায় নামলে সামলাতে পারবেন তো’। কেউ প্রশ্ন করেন, ‘নিজের রাজ্যের প্রতি দরদ বেশি হবে, এতে আশ্চর্য কেন? আর কেরিয়ার বাঁচানোর চেষ্টাই যদি বলেন, সেক্ষেত্রে অরিজিত না হয় চুপ করে আছে, কিন্তু আপনি তো লম্বা-গলা নিয়ে নিত্য সাফাই গাইছেন...’। পরে শুক্রবার বিকালে অরিজিৎ-কে নিয়ে ফের পোস্ট করেন কুণাল। সেখানে ঘুরিয়ে ফিরিয়ে পুরোনো কথাই রিপিট করলেন। lতবে খানিক সুর নরম করে লিখলেন, 'অরিজিৎ ভালো গায়ক। ভালো ছেলে।তিলোত্তমার বিচার চেয়ে 'আর কবে' গানটাও দারুণ। সমর𒆙্থন করি। কিন্তু সাক্ষী মালিক ইস্যু থেকে সেদিনের বদলাপুর, তার বিচার চেয়ে হিন্দিতে 'অউর কব' গাইলেন না কেন? বিবেক শুধু বাংলায়? মুম্বাই কর্মজগৎ, হিন্দির বা🍨জার, কেরিয়ার, তাই ওসব ঘটনায় চুপ?'