গত ১৩ অক্টোবর টালিগঞ্জেꦦ এক প্রযোজনা সংস্থার গোডাউনে বিধ্বংসী আগুন লাগে। ১৫টি দমকল এসে এ দিন আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সময়ে গোডাউনে কেউ ছিল না বলে খবর। তবে গোডাউনের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।
পুড়ে ছাই হয়ে গিয়েছে টালিগঞ্জের কুঁদঘাট এলাকায় অবস্থিত ওই গোডাউনের একাংশ। এরপরই পুরসভা থেকে সিদ্ধান্ত নেওয়া গোডাউন ভেঙে দেওয়া হবে। স্টুডিও ভাঙার সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ চেয়ে উচ্চ আদালতের দারস্থ হয় ওই প্রযোজনা সংস্থা কর্তৃপক্ষ। আরও পড়ুন: টালিগঞ্জে প্রযোজনা সংস্থার গোডাউনে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন
প্রযোজনা সংস্থার কর্তৃপক্ষের দাবি, আগুনে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে তাঁদের। গোডাউনে রাখা অত্যাধুনিক অনেক যন্ত্রপাতি নষ্ট হয়ে গিয়েছে। এভাবে ভেঙে ফেলা হলে স্টুডিওর জিনিস ক্ষতিগ্রস্ত হবে, এই দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন স্টুডিও কর্তৃপক্ষ। বিচারপতি অনিরুদ্ধ রায়ের বেঞ্চে বুধবার এই মামলার শুনানি হতে পারে বলে খবর। আরও পড়ুন: #MeToo: টলিউডের এক অভিনেত্রীও নাকি সাজিদের শিকার! কোন ৯ জন তোপ দাগেন তাঁর নামে
স্থানীয় সূত্রে খবর, টালিগঞ্জের কুঁদঘাট এলাকায় স্টুডিয়ো পাড়ায় সকাল স♔াড়ে ৬টা নাগাদ আগুন লাগে গোডাউনে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে তা দেখতে পান। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেন। গোডাউনের ভিতর দাহ্য পদার্থﷺ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন ছড়িয়ে পড়ার ব্যাপক আশঙ্কা ছিল।