একটা সময় বলিউড বা দক্ষিণী ছবির গল্প হুবহু টুকে দিয়েছেন টলিউডের নির্মাতারা। তবে এবার কপি পেস্ট নয়, টলিউডের প্রযোজক আকাশ চট্টোপাধ্যায়ের ছবির ভাবনা গোটাটাই চুরি করে নিয়েছে বলিউডের নামী প্রযোজনা সংস্থা,𒈔 অন্তত তেমনই অভিযোগ পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের বড় ছেলে আকাশ চট্টোপাধ্যায়ের। বলিউড প্রযোজনা সংস্থা টি-সিরিজের বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ আকাশের।
ফেসবুকের দেওয়ালে বেশকিছু স্ক্রিনশট তুলে ধরেছেন আকাশ। তাঁর দাবি রীতেশ দেশমুখ ও জেনেলিয়া দেশমুখ অভিনীত ‘মিস্টার মাম্মি’ (Mister Mummy) ছবির বিষয়ভাবনা তাঁꦯর। ২০১৯ সালে একটি ছবির চিত্রনাট্য লেখেন আকাশ, যেখানে দেখানো হবে একজন যুবক অন্তঃসত্ত্বা হয়ে পড়বে। বছর দুয়েক আগে টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমারকে নিজের এই ভাবনার কথা জানিয়েছিলেন আকাশ। ছবির নাম ঠিক হয়েছিল ‘ভিকি পেট সে’। এই ছবি সহ-প্রযোজনা করবে টি-সিরিজ,তেমনটাই ঠিক ছিল। নায়ক হিসাবে 'ভিকি ডোনার' আয়ুষ্মান খুরানার নাম প্রস্তাব করেছিলেন আকাশ। যদিও এরপর আর কথা এগোয়নি। কিন্তু আচমকাই ওই প্রযোজনা সংস্থার আসন্ন ছবি ‘মিস্টার মাম্মি’র ট্রেলার দেখে চমকে যান আকাশ। তাঁর স্পষ্ট ধারণা ‘পেট সে’র ভাবনা চুরি করেই এই ছবি বানানো হয়েছে, যার পরিচালক শাদ আলি।
অগ্নিদেব পুত্র জানিয়েছেন, চিত্রনাট্য রাইটার্স অ্যাসোসিয়েশনে দাখিল করা আছে পেট সে-র চিত্রনাট্য। বলিউডের নামী প্রযোজনা সংস্থার কাছ থেকে কোনও অর্থও দাবি করছেন না তিনি, তবে🌠 নিজের ক্রেডিট চান আকাশ। এই ব্য✱াপারে আইনজীবীর সঙ্গে কথাও বলেছেন এই টলি প্রযোজক। তিনি জানান, ‘প্রযোজনা সংস্থাকে আইনি নোটিশ পাঠানোর কথা ভাবছি’।
অন্যদিকে অগ্নিদেব চট্টোপাধ্যায়ের কী রায় এই বিষয় নিয়ে? আকাশ জানিয়েছেন আইনজীবীর পরামর্শ নিয়ে এগোতে বলেছেন বাবা। এর আগে অগ্নিদেবের সঙ্গে সহকারি পরিচালক হিসেবে কাজ করেছেন আকাশ। নিজের সংস্থা (এসিপি এন্টারটেইনে𓃲মন্ট) অধীনে ‘গুড মর্নিং সানশাইন’ এবং ‘জিন্দগি কশমকাশ’ এর মতো ছবি প্রযোজনা করেছেন আকাশ।