পুজোর বাজারে বেশ ভালোই ব্যবসা করছে সৃ🗹জিত মুখোপাধ্যায়ের পরিচালনায় থ্রিলারধর্মী সিনেমা টেক্কা। দেব-রুক্মিণী-স্বস্তিকাদের দেখতে দর্শকও আসছে ভুরিভুরি। এদিকে টলি প্রযোজক রাণা সরকার সিনেমা দেখে বেজায় অখুশি। তিনি তো সরাসরি বলেই ফেললেন, ‘পরামর্শ থাকল হয় সৃজিত সিনেমা বানানো থেকে অবসর নিক, অথবা সিনেমা বহির্ভূত বিভিন্ন খারাপ বিষয়ে নিজের বুদ্ধি, সময় ও এনার্জি নষ্ট না করে আবার ভালো সিনেমা বানানোর চেষ্টা করুক।’
রাণা নিজে এখন প্꧟রযোজক। দেবের সঙ্গে ধূমকেতুকে ঘিরে বেশ ঝামেলাতেও জড়িয়েছিলেন। তবে এবার টেক্কা দেখে ‘খোকাবাবু’ অভিনেতাকে ভরয়ে দিলেন প্রশংসাতে। লিখলেন, ‘টেক্কা দেখলাম। সুপারস্টার দেব-এর ঐকান্তিক প্রচেষ্টা, নিজের সর্বস্ব উজাড় করে ꧅দেওয়া এবং এক অন্যরকম দেব হয়ে ওঠা। শুধুমাত্র অভিনেতা হয়ে ওঠা নয়, দেব পরিণত এক প্রযোজক হয়ে উঠল। কিন্তু তা সত্ত্বেও টেক্কা সিনেমা হয়ে উঠতে পারল না শুধুমাত্র পরিচালক সৃজিত মুখার্জির ব্যর্থতার জন্য। সৃজিতের খারাপ সিনেমাতেও বুদ্ধিমত্তা থাকে, টেক্কা-তে সেটুকুও নেই। দুঘন্টা পনেরো মিনিটের সিনেমা দেখতে বসে বার বার মনে হলো সিনেমা দেখছি না, হইচই প্ল্যাটফর্মের একটা ওয়েব অরিজিনাল দেখছি।’
শুধু তাই নয়, প্রযোজকের দাবি অনেকেই নাকি হলে বসে বেশ মস্করা করছিল সিনেমা বানানো নিয়ে। এমনকী, নিজেদের মধ্যে আলোচনা করছিল, এর চেয়ে বহুরূপী দেখলেꩲ ভালো হত। রাণার দাবি, 🍌শুধু দেবের কাঁধে র করে, আর পুজোয় মুক্তি পাওয়ার কারণে, সিনেমা হলে চলছে টেক্কা।
সৃজিতকে একপ্রকার তুলোধনা করে লিখেছেন, ‘বহুদিন অনেক খারাপ সিনেমা দেখার পর পদাতিক দেখে মনে হয়েছিল পুরনো সৃজিত মুখার্জিকে হয়তো ফেরত পেলাম। কিন্তু টেক্কা আমাকে হতাশ করলো। দেব-রুক্মিণী কে অভিনন্দন টেক্কা’র সাফল্যের জন্য… ভালো সিনেমা বানানোর অবশ্য কর্তব্য হলো সিনেমা একটা টিম গেম এটা মেনে নেওয়া। অহংকার, ইগো, আগ্রাসন,বাজেট এবং rigidity দিয়ে মহৎ সিনেমা হয়🎃 না। এবং পরিচালকের #OnYourOwnTerms শর্ত মেনে নেবে শুধু মাত্র কিছু দুর্বল প্রযোজক এটা মনে রাখা উচিত। চালাকি ভালো, কিন্তু অতি চালাকির গলায় দড়ি না পড়লেই ভালো।’
মাঝে সোশ্যাল মিডিয়াতে বা টলিউডের পার্🌸টিতে বেশ দহরম-মহরম চোখে আসত সৃজিত আর রাণার। তবে হঠাৎই এহেন পোস্ট দেখে নেট-নাগরিকরা বেশ তাজ্জব। মোটেও এড়িয়ে জাননি সৃজিত। তিনি উত্তর দিয়ে নিজস্ব ঢঙেই কমেন্ট করেছেন, ‘তুমি রাগ কোরো না। আমি LGNR করব। আর দেব-ভক্তদের হাত থেকে বাঁচার উপায়টা ভালো।’
তাতে আবার রাণা জবাব দেন, ‘তোমার সঙ্গে কোনো কাজ করবো না কালই বলেছি, LGNR অন্য প্রডিউসার খুঁজে নাও, NOC পাঠিয়ে দেবো। শুভেচ্ছা।’