ভুল ভুলাইয়া থ্রি-তে দর্শক দেখেছে কার্তিক-তৃপ্তির রোম্যান্স। খবর ছিল, এই ব্লকবাস্টার ছবির পর ফের রুপোলি পর্দায় জুটি বাঁধতে চলেছেন এই জুটি। বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি, 'আশিকি'র তৃতীয় কিস্তিতে দেখা যাবে তাঁদের, যা পরিচালনা করবেন অনুরাগ বসু। শ্রদ্ধ-আদিত্যকে মিস করলেও কার্তিক-তৃপ্তির রোম্যান্স দেখতেও মুখিয়ে ছিল দর্শক। তবে বলিপাড়ায় নতুন গুঞ্জন এই ছবি থেকে বাদ পড়েছেন তৃপ্তি দিমরি। তাঁর বাদ পড়ার কারণ নিয়েও বিতর্ক তুঙ্গে। শোনা যাচ্ছে, 'অ্যানিম্যাল-কানেকশন'-এর ♌জন্যই কার্তিক অভিনীত এই ছবি থেকে বাদ পড়েছেন তৃপ্তিꩵ।
২০২৩ সালে, রণবীর কাপুরের সাথে ব্লকবাস্টার হিট ছবি অ্যানিম্যাল-এ স্ক্রিন শেয়ার ক♚রেছিলেন তৃপ্তি। সেই ছবির সুবাদেই লাইমলাইটে উঠে আসেন এর আগে ‘কলা’, ‘বুলবুল-এর মতো ছবিতে দুর্দান্ত অভিনয় করা তৃপ্তি। অ্যানিম্যালে রণবীরের সঙ্গে শয্যাদৃশ্যে অভিনয় করে বিতর্কের কেন্দ💖্রে উঠে আসেন তৃপ্তি। এবার সেই দৃশ্যই নাকি তাঁর কাল হল!
জুমের শেয়ার করা একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে নির্মাতারা স্পষ্টতই অনুভব করেছেন বর্তমানে তৃপ্তির যা ইমেজ, তাতে বিশুদ্ধ প্রেমের গল্পে তি♐নি খাপ খাবেন না। একটি সূত্র উদ্ধৃত করে বলা হয়েছে, 'আশিকি থ্রি-র নায়িকা হওয়ার মৌলিক প্রয়োজনীয়তা হ'ল স্বচ্ছ ইমেজ, আনকোড়া মুখ। তৃপ্তি দিমরি তার সাম্প্রতিক চলচ্চিত্রগুলিতে এতটাই খো🅷লামেলা চরিত্রে অভিনয় করেছেন, যে আশিকির নায়িকা চরিত্রে তিনি যথার্থ নন। আশিকি একটি প্রাণবন্ত প্রেমের গল্প এবং নির্মাতারা তৃপ্তিকে প্যারামিটারগুলি ফিট করতে দেখেন না।' ব্যস, এই জল্পনা-কল্পনার জেরে ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা।
এই যুক্তি মেনে নেটিজেনরা এখন নীতেশ তিওয়ারির আসন্ন ছবি রামায়ণে ভগবান রামের চরিত্রে রণবীর কাপুরের কাস্টিং নিয়ে প্রশ্ন তুলছেন। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী উল্লেখ করেছেন, ‘অ্যানিমౠ্যাল🧔 তারকা রণবীর ভগবান রামের চরিত্রে অভিনয় করতে চলেছেন’, অন্য একজন দাবি করেছেন, 'সেই অর্থে তো রণবীরের রামায়ণের সেটের আশেপাশে থাকা উচিত নয়। ' আরেক ইন্টারনেট ব্যবহারকারী লেখেন, ‘রণবীর কেন দেবতার চরিত্রে অভিনয় করছেন?’
তৃপ্তির সমর্থনে এক ভক্ত ব্যাখ্যা করেছিলেন, ‘অভিনেতাদের অভিনয় করার কথা, তৃপ্তি অ্যানিম্যালে নিজের চরিত্রটা ফুটিয়ে তুলেছে, তার মানে সে অশুচি নয়। এ💧টা তাকে অন্য চরিত্রে কাস্ট না করার কারণ হতে পারে🐈 না। রণবীরও অ্যানিম্যাল ছবিতে একই দৃশ্য করেছেন, তবুও তিনি ভগবান রামের চরিত্রে অভিনয় করছেন, কারণ তারা অভিনেতা, এটা কেমন পুরুষতান্ত্রিক মানসিকতা?’
আশিকি থ্রি থেকে তৃপ্তির ব𒐪াদ যাওয়ার পরই নতুন নায়িকার খোঁজ শুরু হয়েছে। চর্চা, এখনও কারুর নাম চূড়ান্ত হয়নি। ಌতবে কার্তিকের সঙ্গে শর্বরী এই ছবিতে জুটি বাঁধতে পারেন।