দিওয়ালির কারণে চলতি সপ্তাহে একটু দেরিতেই এল টিআরপি তালিকা। তবে যেরকম আশঙ্কা 🌺করা হয়েছিল, তাই হল। তুমুল রদবদল হল ধারাবাহিকের প্রাপ্ত নম্বর আর স্থানে। গৌরী এলো-কে টপকালো ধুলোকণা। আবারও বেঙ্গল টপার লালন-ফুলঝুরি। লালন আদৌ বউকে চিন🐻তে পারবে কি পারবে না তা নিয়ে যে উৎসাহ তৈরি হয়েছিল দর্শকদের তাতে এটা হওয়ারই কথা। আর সঙ্গে উল্লেখযোগ্য অবশ্যই নম্বর। বেশ ভালো ব্যবধানে টপার হয়েছে সে। পেয়েছে ৮.৮।
দ্বিতীয় স্থান নিয়ে কাড়াকাড়ি অনুরাগের ছোঁয়া আর গৌরী এলো-র। আসলে অনুরাগের ছোঁয়া কিন্তু গত কয়েকসপ্তাহে তড়তড় করে এগিয়েছে। যেভাবে সৌর্য প্রেগন্যাജন্ট বউ দীপাকে সন্দেহ করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছ🐈ে, তারপর হামলা হল দীপার উপরে, এসব থেকে কে-ই বা চোখ ফেরাবে।
আরেকটা আশঙ্কাও সত্যি হল। শেষমেশ জগদ্ধাত্রী টিআরপি-তে হারিয়েই দিল গাঁটছড়াকে। খড়ির এবার ঋদ্ধিকে জেঠুর খুনি ভেবে জীবন থ𒊎েকে সরে যাওয়া যদি বাঁচাতে পারে। নাহলে কিন্তু মিঠাই-এর মতোই টিআরপি তালিকা থেকে হারিয়ে যাওয়ার মতো অবস্থা হবে। ও হ্যাঁ, ভালো মনে পড়েছে প্রেগন্যান্ট মিঠাইরানির নম্বর ৬.৮, এবারেও আটে।
এক নজরে দেখুন TRP-তে সেরা দশ বাংলা ধারাবাহিকের তালিকা-
প্রথম- ধুলোকণা (৮.৩)
দ্বিতীয়- অনুরাগের ছোঁয়া (৭.৭)/ গৌরী এলো (৭.৭)
তৃতীয়- জগদ্ধাত্রী (৭.৫)
চতুর্থ- আলতা ফড়িং (৭.৩)
পঞ্চম- গাঁটছড়া (৭.২)
ষষ্ঠ- মাধবীলতা (৬.৮)
সপ্তম- সাহেবের চিঠি (৬.৫)
অষ্টম- মিঠাই (৬.৪)
নবম- এক্কা দোক্কা (৬.৩)
দশম- খেলনা বাড়ি (৬.২)
আলতা ফড꧒়িং-ও কিন্তু ধীরে ধীরে মাটি শক্ত করছে। আগেরবার ছিল ছয় নম্বরে, এবার সে পৌঁছে গিয়েছে চারে। টিআরপি তালিকাতে জায়গা করছে দেবচন্দ্রিবা আর প্রতীকের রসায়নও। সাহাবের চিঠি সাত🍨ে। খুব জলদি শেষ হতে চলা পিলু পেয়েছে ৪.০। আর লালকুঠি ৪.২। উড়ন তুবরির টিআরপি আরও কম, ৩.৬। আর সত্যি বলতে চলতি সপ্তাহে জি বাংলা কিন্তু গো হারা হারল স্টার জলসার কাছে। তাঁদের মাত্র তিনটে ধারাবাহিক জায়গা পেয়েছে টপ ১০-এ।