ধারাবাহিকের সাপ্তাহিক টিআরপি-র রিপোর্ট সামনে আসে প্রতি বৃহস্পতিবারে। আর সিরিয়াল-প্রেমী মানুষগুলোও অধীরে অপেক্ষা করে থাকেন কোন ধারাবাহিক কেমন ফল করছে তা জানতে। গত সপ্তাহে যেমন সকলকে চমকে দিয়ে টিআরপি টপারের স্থান নিয়ে নিয়েছিল ফ🧸ুলকি। যা এই ধারাবাহিকের ক্ষেত্রে প্রথমবার বেঙ্গলটপার হওয়া। তবে সপ্তাহ বদলাতেই উলটে গেল হিসেব নিকেশ।
৮.৩ পেয়ে✤ ফের একবার বেঙ্গল টপারের স্থান দখলে নিয়ে নিল জগদ্ধাত্রী। একটুর জন্য অবশ্য টপারের পজিশন হাতছাড়া হল নিম ফুলের মধু-র। প্রাপ্ত নম্বর ৮.২। আপাতত সৃজন আর পর্নার কাছাকাছি আসা ফাটিয়ে উপভোগ করছে দর্শক। আশা করা যাচ্ছে, সামনের কয়েক সপ্তাহেও এভাবেই উপরে থাকবে রুবেল-পল্লবীর মেগা।
দিনদিন যেন অবস্থা খারাপ হচ্ছে ‘অনুরাগের ছোঁয়া♛’ ধারাবাহিকের। এবারেও ছিটকে গেল সেরা পাঁচ থেকে। একই হাল কার কাছে কই মনের কথা-রও। ꦫদর্শকের দাবি, এই দুই ধারাবাহিকের লেখনীই দিনদিন একঘেয়ে ঠেকছে তাঁদের কাছে।
নতুন শুরু হওয়া ধারাবাহিক হিসেবে বরং বেশ ভালো ফল করল কথা। গড🦩়ে কথা আর তুঁতের নম্বর ধরলে আসছে ৭.১। তবে আগামী সপ্তাহগুলোতে বোঝা যাবে জগদ্ধাত্রীর কতটা সমকক্ষ হয়ে উঠতে পারে এই সিরিয়াল।
দেখে নিন টিআরপি-তে সেরা দশ মেগার তালিকা-
প্রথম: জগদ্ধাত্রী (৮.৩)
দ্বিতীয়: নিম ফুলের মধু (৮.২)
তৃতীয়: ফুলকি (৭.৯)
চতুর্থ: গীতা এলএলবি (৭.৮)
পঞ্চম: কথা/ তুঁতে (৭.১)
ষষ্ঠ: তোমাদের রাণী (৭.০)
সপ্তম: কꦕার কাছে কই মনের কথা/ সন্ধ্যাতারা/ অনুরাগের ছোঁয়া (৬.৭)
অষ্টম: Love বিয়ে আজকাল (৬.৩)
নবম: রাঙা বউ/ জল থই থই ভালোবাসা (৬.১)
দশম: তুমি আশেপাশে থাকলে (৫.৭)
এই সপ্তাহেই শেষ টিআরপি এল ধারাবাহিক রাঙা বউ-এর। হঠাৎই এই মেগা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল চ্যানেল। যা বিষ্ময়কর ঠেকে অনেক দর্শকের কাছেই। শেষেও সেরা দশে নিজের জায়গা ধরে রাখলেন শ্র🐽ুতি আর গৌরব মানে কুশ আর পাখি। টিআরপি রেটিংয়ে রয়েছে এটি নয় নম্ඣবর পজিশনে। পেয়েছে ৬.১।
চলতি সপ্তাহে শেষ টিআরপি আসে গাঁটছড়া-রও। কিন্তু এই মেগা শেষ সপ্তাহেও দর্শক টানতে পারল না সেভাবে🐼। পেয়েছে মাত্র ৩.১।
এদিকে অপরাজিতা আঢ্যর জল থই থই ভালোবাসার টিআরপিও বেশ কমছে ধীরেধীরে। সেদিক থেকে গীতা এলএলবি কিন্তু রয়েছে বেশ ভালো পজিশনে। নতুনদে🌞র মধ্যে আলোর কোলে (৫.১) ধারাবাহিকও পারছে না সেরা দশে ঢুকতে।