তুষার কাপুর সম্প্রতি দশ জুন কি রাত সিনেমা দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করেছেন। সোমবার অভিনেতা জানান যে, তাঁর ফেসবুক অ্যাকাউন্টগুলি হ্যাকিংয়ের শিকার হয়েছে বুঝতে পেরে তিনি হতব🌳াক হয়ে গিয়েছিলেন। অভিনেতা ইনস্টাগ্রামে একটি বিবৃতি জারি করে, তার ভক্তদের সতর্ক করেন।
ইনস্টাগ্রাম পোস্টে তুষার বলেন, ‘হ্যালো সবাইকে। আমি আপনাদের জানাতে চাই যে, আমার পাবলিক এবং প্রাইভেট উভয় ফেসবুক অ্যাকাউন্টই হ্যাক করা হয়েছে, যা এই প্ল্যাটফর্মগুলিতে আমার সাম্প্রতিক নিষ্ক্রিয়তার কারণ। আমি এবং আমার টিম পরিস্থিতি সমাধান করতে এবং অ্যাকাউন্টগুলির নিয়ন্ত্রণ ফিরে পেতে যথাসাধ্য চেষ্টা করছি। ꧃আমরা এই সময়ে আপনাদের থেকে একটু ধৈর্য চাই এবং শীঘ্রই আপনাদের সঙ্গে পুনরায় জুড়ে থাকতে পারব আশা করি। পরিস্থিতি বোঝার জন্য সকলকে অনেক ধন্যবাদ।’
আরও পড়ুন: ছেলেকে পড়াশোনায় মন𒉰োযোগ𓆏ী করতে নতুন বুদ্ধি কোয়েলের, কবীরকে স্কুলে যাওয়ার আগে কী বলেন?
প্রবীণ অভিনেতা জিতেন্দ্রর ছেলে এবং চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজক একতা কাপুরের ভাই তুষার সেভাবে বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে পারেননি। বরং ফ্লপ নায়ক হিসেবে ট্যাগ পড়ে যায় তাঁর গায়ে সিনেমার জগতে পা রাখার পরপরই। বিয়েও করেননি তুষার। তবেꦅ ২০১৬ সালে সারোগেসির মাধ্যমে জন্ম হয় পুত্র লক্ষ্যের। 'ব্যাচেলর ড্যাড: মাই জার্নি টু ফাদারহুড অ্যান্ড মোর' নামে একট🍌ি বই লিখেছিলেন তিনি।
আরও পড়ুন: ‘তোমার ౠচেয়ে যোগ্য আর কেউ…’! মমতা চুপ, দাদাসাবে ফালকে পাওয়া তৃণমূলীদের কটাক্ষ মিঠুনকে, দেব বলছেন…
কিছুদিন আগে টাইমস অফ ইন্ডিয়াকে অভিনেতা বলেন, ‘আমার কখনও কোনও সঙ্গীর অভাববোধ হয়নি। লক্ষ্যর 🔯জন্মের পর আমার জীবন আরও পরিপূর্ণ, অ্যাক্টিভ এবং আনন্দে ভরে উঠেছে। ও আমার পরিবারকে সম্পূর্ণ করেছে। কাজের বাইরে আগে আমার কোনও জগত ছিল না, লক্ষ্য আসার পর সেটা পালটেছে। এমনিতেও আমার কোনও সামাজিক জীবন নেই। তাই মনে হয়নি কিছু স্যাক্রিফাইস করলাম। এখন আমি বার্থ ডে পার্টিতে যাই, স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিই, অন্য বাবা-মায়েদের সাথে আলোচনা করি। এগুলো আমাকে সাহায্য করে’।
আরও পড়ুন: বাবা হওয়ার আহ্লাদে আটখানা!♑ পাপারাজ্জিদের সামনে পেয়েই চ🦩িৎকার করে রণবীর সিং বললেন…
২০০১ সালে ‘মুঝে কুছ কেহনা হ্যায়’ ছবির মাধ্যমে বলিউডে নিজের কেরিয়ার শুরু করেন তুষার কাপুর। একবার বাবা জিতেন্দ্রর নাম নিয়ে অনবরত ট্রোল হওয়া প্রসঙ্গে অভিনেতার জবাব ছিল, ‘এমন এক পরিবারে বিশেষ করে এক সুপারস্টারের সন্তান হিসেবে জন্ম নেওয়া সত্যি কꦫঠিন এবং চাপের। নানান সমস্যায় পড়তে হয়। যদিও আজকাল আর সেগুলো গায়ে মাখি না।’