বলিউডের কোনও অভিনেত্রী না হলেও শুধুমাত্র অদ্ভুত পোশাক পরার কারণ🐻ে লক্ষ লক্ষ ফ্যান ফলোয়িং রয়েছে উরফি জাভেদের🌌। কখনও ক্যাসেট গায়ে জড়িয়ে কখনও আবার জলপরী সেজে ক্যামেরার সামনে দাড়িয়ে পড়েন তিনি। সোশ্যাল মিডিয়ায় প্রচুর ট্রোল হলেও উরফির জনপ্রিয়তা কিন্তু অস্বীকার করা যায় না।
আরও পড়ুন: প্রেসারের ওষুধ খেতে গিয়ে বিপদ! সোমবার রাতে কী ঘটেছিল জিনাতের ဣসঙ্গে?
আরও পড়ুন: 'সরিয়ে দেওয়া হয়', ভুল ভুলাইয়াꦆর সিক্যুয়ালে না থাকা নি💝য়ে মুখ খুললেন অক্ষয়!
কিছুদিন আগেই দুই বন্ধুর সঙ্গে মরুভূমিতে ঘুরতে গিয়েছিলেন উরফি। বন্ধুদের সঙ্গে রাজস্থানে ছুটি কাটানোর কিছু মুহূর্ত তিনি তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। তবে পাহাড়ে ঘুরতে গিয়ে একটি সমস্যায় পড়তে হয়েছে তাঁকে। উরফির মুখ ভীষণভাবে ড্রাই হয়ে যায়, যা বাড়ি ফিরেও ঠিক হয় না। তাহলে উপায়? উপায় একটাই, ঘরোয়া 📖উপাদান দিয়ে তৈরি ফেসপ্যাক লাগানো।
মরুভূমির শুষ্ক আবহাওয়ার কারণে শীতকালে ভীষণভাবে ঠান্ডা লাগে। এই অতিরিক্ত ঠান্ডায় উরফির মুখ অতিরিক্ত ড্রাই হয়ে যাওয়ায় তিনি বাড়িতেই ট্রাই করেছেন একটি হোমমেড ফেসপ্যাক। কীভাবে এই ফেসপ্যাক তৈ𒁃রি করলেন তিনি? সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়োর মাধ্যমে উরফি দেখিয়েছেন তাঁর ফেসপ্যাক তৈরি করার উপকরণে কি কি ছিল।
উরফি যে ফেসপ্যাকটি তৈরি করেছেন সেটি তৈরি করতে তাঁকে ব্যবহার করতে হয়েছে ওটস, কলা, অ্যাভোকাডো এবং মধু। সমস্ত উপকরণ একসঙ্গে মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করার পর ধুয়ে ফেললেই পাওয়া যাবে চকচকেই হাইড্রেটেড স্ক🦹িন। আপনি𓃲 যদি বাড়িতে এটি ব্যবহার করতে চান তাহলে চটপট তৈরি করে ফেলুন এই ভীষণ উপকারী ফেসপ্যাকটি।
আরও পড়ুন: 'বড় ভুল ক🧸রতে চলেছ', বলেছিলেন তাঁরা⛄! অমিতাভের কোন সিদ্ধান্ত মানতে পারেননি বাড়ির লোকজন
আরও পড়ুন: 'কোনও ফর্মুলার মধ্যে🌱 যায় না', দেবকে নিয়ে হঠাৎ কেন এমন বললেন শাশ্ꦉবত?
উরফি ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়ার পর একজন লিখেছেন, অ্যাভোকাডোর অনেক দাম। একটি ফেসপ্যাক তৈরি করতেই অনেক টাকা খরচ হয়ে যাবে। অন্য একজন লিখেছেন, ফেসপ্যাক তৈরি করতে অ্যাভোকাডো ব্যবহার না করে খাওয়া ভালো। এতে অনেক উপকার পাওয়া যায়। তৃতীয় জন লিখে𝕴ছেন, আপনার জন্য এটি ব্যয়বহুল না হলেও আমাদের কাছে এটি ব্যয়বহুল। আপনি পকেট ফ্রেন্ডলি কিছু বলুন। চতুর্থ জন লিখেছেন, খুবই উপকারী কিন্তু খুবই দামি!!