ইউরোপ ঘুরতে গিয়ে মহা ফ্যাঁসাদে পড়েছিলেন অভিনেত্রী উষসী চক্রবর্তী। বাংলা টেলিভিশনের 'জুন আন্টি' হয়রানির শিকার হন নেদারল্যান্ড বিমানবন্দরে। মাস কয়েক আগের সেই ঘটনা ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে ভাগ করে নিলেন অভিনেত্রী। প্রথমবার সোলো ট্রিপে ইউরোপে হাজির হয়েছিলেন শ্যামল চক্রবর্তী কন্যা। আর সেখানেই ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হন অভিনেত্রী। আসলে একা ঘুরতে যাওয়ার মজা যেমন আছে, তে🅠মন ঝক্কিও কিছু কম নয়।
রচনার সামনে উষসী জানান, নেদারন্যালন্ডস বিমানবন্দরে আটক করা হয়েছিল অভিনেত্রীকে। এয়ারপোর্টে ঢোকবার সময় সকলকেই সিকিউরিটি চেকিং-এর মধ্যে দিয়ে যেতে হয়, আর বিদেশি যাত্রীদের ক্ষেত্রে সেই তল্লাশি আরও আঁটোসাঁটো। তল্লাশির সময় অভিনেত্রীকে নাকি আটক করা হয়! উষসী জানান, ‘নেদারল্যান্ডস বিমানবন্দরে আমার ব্যাগ এবং দেহ তল্লাশির সময় আচমকাই ওঁরা বলেন আমার সঙ্গে সন্দেহজনক কিছু আছে। যা নাকি পরীক্ষার সময় ধরা পড়েছে'। একথা শুনেই তো মাথায় হাত উষসীর, নিয়ম বিরুদ্ধ কাজ তিনি করনেনি। একথা বারবা👍র বোঝানোর চেষ্টা করেন ডাচ বিমানবন্দরের আধিকারিকদের। কিন্তু কোথায় কী! কথা শুনলে তো! এরপর অভিনেত্রী বলেন, ‘অগত্যা আমি আবার বললাম তল্লাশি করতে। কিছুই পাননি শেষ পর্যন্ত। যখন জানতে চাইলাম কেন এমনটা হল? তখন ওদের উত্তর ছিল তা হলে মেশিনেই কিছু সমস্যা হয়েছে।’
সুইডেন, বেলজিয়াম, নেদারল্যান্ডস- ইউরোপের এই তিন দেশে ঘুরতে বেরিয়েছিলেন উষসী। এই তিক্ত অভিজ্ঞতা বাদে তাঁর ট্রিপ যে দুর্দান্ত কেটেছে সেকথা বারবার স্মরণ করান অভিনেত্রী। ‘বড়ে বড়ে দেশোমে এয়সি ছোটি ছোটি 🅠বাতে হোতি রয়তি হ্যায়’ একথা ভেবেই খারাপ স্মৃতি মন🍰ে রাখতে চান না তিনি। আপতত টেলিভিশনের পর্দা থেকে দূরে রয়েছেন উষসী। শীঘ্রই জাতীয় স্তরের ওটিটি প্ল্যাটফর্মে দেখা মিলবে তাঁর।