প্রয়াত প্রবীন অভিনেত্রী তথা টক-শো হোস্ট তাবাসুম গোভিল।🌳 মৃত্যুর খবর নিশ্চিত করেছেন প্রবীন অভিনেত𒆙্রীর পুত্র হোসাং গোভিল। শুক্রবার সন্ধায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৮।
হোসাং গোভিল জানিয়েছেন, ‘গতকাল রাত ৮.৪০-এ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সুস্থই ছিলেন। ১০ দি﷽ন আগেও শো-এর জন্য শ্যুটিং করেছেন। আগামী সপ্তাহেও শ্যুটিং করার কথা ছিল। আচমকাই এই ছন্দপতন।’
আরও জানিয়েছে🐷ন, ‘গ্যাসস্ট্রিকের সমস্যায় ভুগতেন তিনি। এখানেই এক হাসপাতালে ভর্তি করি। পরে তাকে ছেড়ে দেওয়া হলেও গতকাল আবার🐼 ভর্তি করা হয়। মিনিট দুয়েকের ব্যবধানে দু'বার হৃদরোগে আক্রান্ত হন তিনি।’
আরও পড়ুন: মুক্তি পেল কৌশিক-অপরাজিতার 'কথামৃত', প্রিমিয়ারে চাঁদের হাট, হাজির কারা দেখুন ছবি
প্রসঙ্গত, ৭৬ বছর ব🥃য়সী প্রবীন অভিনেত্রী তাঁর ডিজিটাল শো ‘তাবাসুম টকিজ’ চালনা করতেন। গতಞ বছর করোনা আক্রান্ত হয়েছিলেন। এর পর পরই তাঁর ভুয়ো মৃত্যুর খবর রটে গিয়েছিল। পরে জানা গিয়েছিল সুস্থই ছিলেন তিনি।
শিশুশিল্পী হিসেবে ‘দিদার’ ছবিতে নার্গিসের অল্প বয়সে♔র চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। ১৯৫২ সালে ‘বাইজু বাওরা’ ছবিতে মীনা কুমারীর কম বয়সের চরিত্রে অভিনয় করেছেন তিনি। তাবাসুম গোভিলের মৃত্যুর খবরে শোকের 𝓰ছায়া নেমে এসেছে পরিবারে।