ফের পর্দায় ফিরছে 'ইচ্ছে নদী' ধারাবাহিকের জনপ্রিয় জুটি 'অনুরাগ' এবং 'মেঘলা'। তবে ছোটপর্দায় নয় কিন্ত♛ু। এবারে 'অনুরাগ' তথা বিক্রম চট্টোপাধ্যায় এবং 'মেঘলা' সোলাঙ্কি রায়কে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে অরিত্র সেনের আসন্ন ছবি 'শহরের উষ্ꦦণতম দিনে'-তে।
এর আগে পরমব্রত-ঈশাকে নিয়ে ছবি বানিয়েছেন অরিত্র। সেই ছবির নাম ছিল 'ঘরে ফেরার গান'। সেই ছবি লন্ডন শহরের প্রেক্ষাপটে তৈরি হলেও অরিত্রের এই ছবির গল্প বোনা কিন্তু পুরোপুরি কলকাতায়। 'শহরের উষ্ণতম দিꦅনে' ছবির একটি অন্যতম চরিত্রই হয়ে উঠেছে এই শহর। গল্পের কেন্দ্রে রয়েছে ঋতবান এবং অনিন্দিতা। তাঁদের বন্ধুত্ব থেকে প্রেম ভাঙা সবকিছুরই সাক্ষী এই শহর। এরপর গবেষণার সুবাদে এই শর থেকে নিজেকে দূরে সরিয়ে লন্ডনে পাড়ি দেয় ঋতবান। দীর্ঘ বছর পর ফের একবার এই শহরে ফিরে আসে সে। অনিন্দিতা ততদিনে একজন জনপ্রিয় রেডিও জকি। ফের দেখা হয় তাঁদের। শুরু হয় নতুন এক গল্প, যা বদলে দেয় তাঁদের দু'জনের জীবন। যে অভিজ্ঞতার সাক্ষী থাকে ফের এই কলকাতাই।
এই ছবি প্রসঙ্গে সোলাঙ্কি জানিয়েছেন দীর্ঘদিন পর বিক্রমের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে যারপরনাই খুশি। অভিনেত্রীর কথায়, 'এখনও চিত্রনাট্য শুনিনি তবে গল্প মোটামুটি জেনেই আমি রাজি হয়ে গিয়েছি। তার উপর আমার বিপরীতে রয়েছে বিক্রম।🅷 দর্শক তো আমাদের জুটিকে প্রচুর ভালোবাসা দিয়েছেন। আশা করছি। আমাদের জুটির প্রথম কবির ক্ষেত্রেও তাঁরা সেই ভালোবাসা বজায় রাখবেন।' বিক্রমের গলাতেও শোনা গেল একই সুর। এই মুহূর্তে উত্তরবঙ্গে শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন তিনি।
'ঘরে ফেরার গান'-এর মত অরিত্রের 'শহরের উষ্ণতম দিনে' ছবিতেও মিউজিক একটি বড় ভূমিকা নেবে। নবারুণ বসু রয়েছ🀅েন ছবিতে সংগীত পরিচালনার দায়িত্বে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী এপ্রিল থেকেই এই ছবি꧃র শ্যুটিং শুরু হয়ে যাবে।