সোমবার নিজের ইউটিউবে নিজের স্ট্যান্ড আপের ভিডিয়ো শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বীর দাস। ওয়াশিংটন ডিসি-র জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফরমিং আর্টসে ৭ মিনিটের মনোলগ তুলে ধরেন। ꦺআর সেই ভিডিও শেয়ার করেন নিজের ইউটিউব চ্যানেলে। আপাতত তা ভাইরাল। কেউ যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সত্যিগুলো।
৭ মিনিটে রাজনীতি, ধর্ম, সংস্কꦅৃতি, জাতীয়তাবাদের মতো নানা ইস্যু ছুঁয়ে গিয়েছেন বীর। মহিলাদের ওপর গণধর্ষণ, নির্যাতনের মতো ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন। দেখিয়েছেন ক্যামেরার জন্য কীভাবে রাজনীতিবিদরা কোলাকুলি করেন মাস্ক ছাড়া। ভারত-পাক্স্তানের ম্যাচের পর যেভাবে ক্রিকেট টিমের ওপর আক্রমণ এসেছিল, সেকথাও নিজের চ্যান্টে চুলে ধরেন বীর। বলেন, ‘আমি এমন এক দেশ থেকে যেখানে আমরা স💦বুজের সাথে খেলার সময় নীল হয়ে যাই। আর যখনই সবুজের সাথে হারি কমলা।’
রাজনীতির ময়দানে যুবশক্তির জায়গা না পাওয়াও তাঁর কথায়। কীভাবে ☂প্রাচীণ চিন্তাধারা এখনও দেশ চালাচ্ছে সেকথাও উঠে এসেছে বীরের ছন্দে। কৃষকদের কথাও বলেছেন, ‘আমি সেই ভারত থেকে যেখানে আমরা নিজেদের শাকাহারি বলে গর্ব করি, আর সেই শাক-সবজি চাষ করা কৃষকদেরই পিষে মারি’!
সব শেষে ♛বীর বলেন, ‘কিন্তু আমি এখনে আজ দাঁড়িয়ে বলতে পারি আমি সেই সমস্ত মানুষকে তুলে ধরছি, যারা একটা দারুন জিনিস (ভারতꦕ) তৈরি করেছে, কিন্তু তা বর্তমানে স্মৃতিতে পরিণত হচ্ছে।’