নাচ মানেই যেন কেবল মেয়েদের একচ্ছত্র অধিকার, ༺আধিপত্য। কোনও ছেলেকে নাচতে দেখলেই ভেসে নানা বিরূপ মন্তব্য, 'মেয়েলি', 'লেডিজ'ꦉ আরও কত কিছুই না শুনতে হয়। কিন্তু এখন দিন পাল্টাচ্ছে। সমাজ বদলাচ্ছে। আর তার আরও একবার জ্বলন্ত উদাহরণ দেখা গেল এই শিশুর মধ্যে।
কদিন আগেই ২২ শ্রাবণ গে🌌ল। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ বার্ষিকীতে স্কুলে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই বন্ধু, টিচারদের সামনে রবি গানে নেচে সবার মন জয় করে নিল এই খুদে পড়ুয়া।
ভিডিয়োতে দেখা যাচ্ছে শিশুটির পিছনের দেওয়ালে ভারতের ম্যাপ আঁকা। তাঁর সামনে একটি 🌱টেবিলে ফুল মালায় সাজিয়ে রাখা রবি ঠাকুরের ছবি। আর তার সামনে নাচছে সে। 'প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে' গানটিতে নেচে সে সকলকে তাক লাগিয়ে দিয়েছে। সুন্দর ভঙ্গিমার পাশাপাশি এক্সপ্রেশনে সবার মন জয় করেছে এই পড়ুয়া।
আরও পড়ুন: বাংཧলাদেশি বন্ধুদের মজলিস জমল গীতা দত্তের গানে, ফেসবুকে পোস্ট হতে নিমেষেই ভাইরাল, দেখুন ভিডিয়ো
দাদা, বন্ধুর নাচ মন্ত্র মুগ্ধের মতো দেখেছে অন্যান্য পড়ুয়ারা। বহু মা𒀰নুষ এই ভিডিয়োতে কমেন্ট করেছেন। এক ব্যক্তি লেখেন, 'অপূর্ব, অসাধারণ।' আরেক নেটিজেন লেখেন, 'দুর্দান্ত পারফরমেন্স। কোন স্কুলে পড়ে ও?' কেউ কেউ আবার লিখেছেন, 'কী সুন্♏দর, চোখটা জুড়িয়ে গেল। কী মারাত্মক এক্সপ্রেশন। অনেক বড় নৃত্যশিল্পী হও তুমি।'
আরও পড়ুন: বাইরে তুমুল বৃষ্টি, একই ছাদের⭕ নিচে পাশাপাশি দাঁড়িয়ে একপাল হরিণ আর মানুষ! দেখুন ভিডি🍬য়ো
পাঁচদিন আগে বৃষ্টি মুখোপাধ্যায় নামক এক মহিলা ফ♔েসবুকের পাতায় এই রিলটি পোস্ট করেন। তিনি পোস্টের ক্যাপশনে লেখেন, 🀅‘বিশ্বকবির প্রয়াণ দিবসে ছোটদের শ্রদ্ধাঞ্জলি।’ ইতিমধ্যেই সেটা রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে। বহু মানুষ এটি দেখেছেন। শিশুটিকে বাহবা দিয়েছেন।