🍃 ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস। আজকের দিনটি ভাষা শহীদ, তাঁদের আন্দোলন, লড়াইয়কে স্মরণ করার দিন। কিন্তু একই সঙ্গে এই সোশ্যাল মিডিয়ার যুগে মজার ছলেও নানা সময়ে নিজের মাতৃভাষাকে ভালোবাসার বার্তা দেওয়া হয়ে থাকে। আর সেটা করতে গিয়েই এবার ফের ভাইরাল হল গত বছরের লোকসভা ভোটের সময় ভাইরাল হওয়া হিরণের পুরনো ভিডিয়ো।
আরও পড়ুন: ♊বাংলাদেশ নয়, আসতে পারেন না কলকাতাতেও, তসলিমার প্রশ্ন, 'সিপিএমের কী লাভ হয়েছিল আমাকে তাড়িয়ে?'
কী ঘটেছে?
🧸গত বছর লোকসভা নির্বাচনের সময় ঘাটাল কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন হিরণ চট্টোপাধ্যায়। সেই সময়ই ভোটের প্রচারে বেরিয়ে তিনি কেশপুরে গিয়ে কোনও ঘটনার পরিপ্রেক্ষিতে বলেন, 'আজকে এসেছি কেশপুরেতে। আমি জানি না কী ভাষায় বলব। আমার মনের মধ্যে কোনও ভাষা নেই।' তিনি এই কথা বলতেই পাশ থেকে সেখানকার এক স্থানীয় বলে বসেন, 'বাংলা ভাষাতেই কথা বলেন।' সেই ভিডিয়ো এখন আবার ভাইরাল হয়েছে। অর্থাৎ যখন ভাষা খুঁজে পাওয়া যায় না, তখন মাতৃভাষাতেই কথা বলা উচিত।
൩এদিন এই ভিডিয়ো শেয়ার করেছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। তিনি লেখেন, 'সবাইকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।' আরেক ব্যক্তিও এই ভিডিয়োটি শেয়ার করেছেন। তিনি লেখেন, 'মাতৃভাষা দিবসের দিন একটি জরুরি বার্তা।' ফলে নতুন করে এই ভিডিয়ো যে আবার দারুণ ভাইরাল হয়ে লক্ষে সেটা বলার অপেক্ষা রাখে না।
কে কী বলছেন?
🍌এক ব্যক্তি লেখেন, 'আবার!' কেউ আবার লেখেন, 'এবার রাইমা সাইড হয়ে গেছে। বেচারি একটু শান্তি পেয়েছে। কাকু এবার একাই মাঠ দাপাচ্ছে।' এই বিষয়ে বলে রাখা ভালো, বাইশে শ্রাবণে রাইমা সেন এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের একটি সিন ছিল যেখানে অভিনেত্রী অতিরিক্ত ইংরেজিতে কথা বলায় তাঁকে বাংলা ভাষার মাহাত্ম্য বুঝিয়েছিলেন অভিনেতা। আর প্রতি মাতৃভাষা দিবসে সেই দৃশ্য ভাইরাল হতো। কিন্তু এবার হিরণের এই ভিডিয়োটিই বেশি নজর কেড়েছে নেটিজেনদের।