বিগত কিছুদিন ধরে চর্চায় রয়েছেন Beerbiceps ওরফে রণবীর আল্লাহবাড়িয়া। সময় রায়নার শো ইন্ডিয়াস গট লে𓆉টেন্টে গিয়ে তিনি বাবা মায়ের সঙ্গম নিয়ে যে আলটপকা মন্তব্য করেছেন সেটা মেনে নিতে পারছেন না কেউই। বিতর্কের জল গড়িয়েছে বহুদূর। আর মাঝেই এদিন রণবীর আল্লাহবাড়ি🗹য়াকে সবক শেখালেন বিরাট কোহলি।
আরও পড়ুন: ছাবার প্রচারের মাঝেই মহাকুম্ভে ভিকি কৌশল! লঞ্চে করে পৌঁছলেন ত্রিবেণী, স্নান♋ ❀করলেন কি?
কী ঘটিয়েছেন বিরাট কোহলি?
রণবীর আল্লাহবাড়িয়া ভেবেছিলেন তিনি কখনও তাঁর শোতে আমন্ত্রণ জানাবেন বিরাট কোহলিকে। কিন্তু তাঁর সেই ইচ্ছে বা পরিকল্পনা যে বিশ বাঁও জলে 🐬সেটা আপাতত বলাই যায়। এমনি সময় রায়নার শোতে গিয়ে তিনি যে মন্তব্য করে এসেছেন তার জেরে বিতর্ক তৈরি হওয়ায় হুহু করে কমছে তাঁর অনুরাগীর সংখ্যা। এবার Beerbiceps এর সেই আনফলো করা অনুরাগীদের দলে নাম লেখালেন বিরাট কোহলিও।
এতদিন কিং কোহলি রಌণবীরকে ইনস্টাগ্রাম সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ফলো করতেন। কিন্তু এই বিতর্কের পরই অনেক নেটিজেনরা খেয়াল করেছেন যে তিনি তাঁকে আনফলো করে দিয়েছ🌺েন। এবার এই বিতর্কের আগেই ঘটনাটি ঘটেছে নাকি পরে সেই বিষয়ে কেউ নিশ্চিত নন। যদিও অধিকাংশ নেটিজেনের ধারণা এই সেক্স বিতর্কের পরই ঘটেছে এটি।
এক ব্💧যক্তি এই বিষয়ে স্ক্রিনশট পোস্ট করে লেখেন, '✃বিরাট কোহলি আনফলো করলেন রণবীর আল্লাহবাড়িয়াকে। ভাই ওই লোকটা এবার তো ঝুলে পড়বে।'
কী ঘটিয়েছেন রণবীর?
সম্প্রতি সময় রায়নার ইন্ডিয়াস গট লেটেন্ট শোতে এসে বেফাঁস মন্তব্য করে বসেন রণবীর আল্লাহবাড়িয়া। বাবা মায়ের যৌনতা নিয়ে প্রতিযোগীকে প্রশ্ন করার ক্লিপ আগুন🐼ের মতো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ব্যাপারটা গড়িয়েছে মুম্বই কমিশনার, মহারাষ্ট্র ওমেন্স কমিশনের কাছ পর্যন্ত। শুধ💫ু তাই নয়, এদিন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের বাড়িতে পুলিশ পর্যন্ত আসে। ক্ষমা চাওয়ার পরও ভেজেনি চিঁড়ে, উল্টে ঘটনার তীব্র বিরোধিতা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস সহ কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ, প্রমুখ।
আরও পড়ুন: 'লোকটাকে চিনি না', Beerbicep🧜s-এর সঙ্গে ছবি দিয়ে কেন এমন লিখলেন বং গাই?
সেই ভাইরাল ভিডিয়োতে রণবীর আౠল্লাহবাড়িয়াকে এক প্রতিযোগীর উদ্দেশ্যে বলতে শোনা যায়, 'আপনি কি আপনার বাবা মাকে আজীবন সেক্স করতে দেখবেন নাকি আপনিও তাতে একবার যোগ দিয়ে সেটাকে চিরতরে বন্ধ করবেন?' তাঁর এই কথা শুনে হতবাক হয়ে যান শোয়ের বাকিরাও। চমকে ওঠেন। সময় রায়না বলেন, 'এগুলো সব ওর পডকাস্টের বাতিল হওয়া প্রশ্ন।' বাকিদের আবার বলতে শোনা যায়, ‘কী দারুণ একটা প্রশ্ন।’ সময় রায়নার শোয়ের সেই পর্বে রণবীর আল্লাহবাড়িয়া ছাড়াও ছিলেন আশিষ চঞ্চলানি, যশপ্রীত সিং, অপূর্ব মুখিজা।