অসুস্থ রাজ্যের মন্ত্রী তথা গায়ক বাবুল সুপ্রিয়। বুকে ব্যাথা এবং প্রচণ্ড ঘামে𝔉র সমস্যা নিয়ে রবিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার এক বেস꧂রকারি হাসপাতালে ভর্তি হন রাজ্যের পর্যটন মন্ত্রী। চিকিৎসকরা জানিয়েছেন আপতত তাঁর পরিস্থিতি স্থিতিশীল। উডল্যান্ডস হাসপাতালে ভর্তি রয়েছেন বাবুল। চিকিৎসকরা জানিয়েছেন পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।
হাসাপাতালের তরফে প্রেস বিবৃতিতে দিয়ে জানানো হয়, কার্ডিওলজিস্ট সরোজ মণ্ডল ও ফিজিশিয়ন সপ্তর্ষি বসুর অধীনে চিকিৎসাধীন বাবুল সুপ্রিয়। রবিবার সন্ধ্❀যায় আচমকাই অস্বস্তিবোধ করছ🎐িলেন বাবুল, এরপর বুকে ব্যাথার সমস্যার কথা জানান। প্রচণ্ড ঘামছিলেন মন্ত্রী, দেরি না করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।
জানা গিয়েছে, ইতিমধ্যেই অ্য়াঞ্জিওগ্রাফি, ইসিজি এবং ইকোকার্ডিওগ্রাফির মতো পরীক্ষা করা হয়েছে বাবুলের। চিকিৎসকদের কথায়, ‘ইকোকার্ডিওগ্রাফিতে কোনওরকম সমস্যা ধরা পড়েনি, তবে ইসিজি রিপোর্ট একটু গড়বড় রয়েছে’। চিকিৎসক সপ্তর্ষি বসু জানিয়েছেন, বাবুল স🐽ুপ্রিয় করোনারি আর্টারি ডিজিজ ধরা পড়েছে। তবে এই মুহূর্তে কোনওরকম 💫বাইপাস সার্জারির দরকার নেই, তবে পর্যবেক্ষণে থাকবেন তিনি।
প্রসঙ্গত, ডাক্তার সরোজ মণ্ডলই উডল্যান্ডসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসার দায়ꦓিত্বে ছিলেন, শহরের অন্যতম নামী কার্ডিℱওলজিস্ট তিনি। কবে ছাড়া হবে বাবুল সুপ্রিয়কে সে ব্যাপারে এখনই কিছু জানা যায়নি। তবে সোমবার রাত বা মঙ্গলবার সকালে ছুটি পেতে পারেন মন্ত্রী।
সময়টা মোটেই ভালো যাচ্ছে না বাবুল সুপ্রিয়র। দিন কয়েক আগেই রামপুর🌟হাটে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে মন্ত্রী বাবুল সুপ্রিয়র কনভয়ে থাকা নিরাপত্তাকর্মীদের গাড়ি। গাড়িতে থাকা পুলিশ কর্মীদের অনেকেই আহত হয়েছিলেন। তবে মন্ত্রী বা তাঁর গাড়ির কোনও ক্ষতি হয়নি। এবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বাবুল।
আরও পড়ুন-'কান্তারা' সফল, তবে চুরির অভিযোগ পুল🐎িশের জেরার মুখে পরিচালক 𒆙ঋষভ…
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup)