বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় জুটি নীল-তিয়াসা। জি বাংলার ‘কৃষ্ণকলি’র সুবাদে ব্যাপক জনপ্রিয়তা পায় এই জুটি। সম্প্রতি প্রতিদ্বন্দ্বী চ্যানেল স্টার♛ জলসায় দেখা মিলছে এই হিট জুটির। সফল জুটিকে ফের নতুন সিরিয়ালে কাস্ট করা এখন টলিপাড়ার নতুন ট্রেন্ড। প্রযোজনা সংস্থার টেন্ট সিনেমার নতুন ধারাবাহিক ‘বাংলা মিডিয়াম’-এ ফের একসঙ্গে তাঁরা। গত সপ্তাহেই শুরু হয়েছে এই মেগা। ‘ধুলোকণা’র জায়গা নিয়েছে নীল-তিয়াসা অভিনীত এই সিরিয়া🦄ল।
তবে এক সপ্তাহ যেতে না যেতেই নিখিল-শ্যামা জুটি ফিরল জি বাংলার পর্দায়। কী চমকে গেলেন তো? হ্যাঁ, জি বাংলায় সোমবার থেকে ফের সম্প্রচারিত হচ্ছে ‘কৃষ্ণকলি’। যা 𝓡দেখে চোখ ছানাবড়া দর্শকদের। স্টার জলসার ‘ঠিক যেন লাভ স্টোরি’র সুবাদে খ্যাতির শীর্ষে উঠে আসা নীল ভট্টাচার্যকে গত কয়েক বছর ধরে জি বাংলার পর্দাতেই দেখেছে দর্শক। এমনকী ‘কৃষ্ণকলি’ শেষ হওয়ার আগেই জি বাংলার অপর মেগা ‘উমা’র নায়ক হিসাবে দেখা গিয়েছিল নীলকে। এদিন কৃষ্ণকলির সম্প্রচার ফের শুরু হওয়ায় নেটিজেনদের দাবি, ‘নীলদা খুব মিস করছে জি কাকু, তাই তো আবার কৃষ্ণকলির দিয়েছে’।
পুরোনো সিরিয়াল নতুন করে চ্যানেলে সম্প্রচার হওয়ার ঘটনা নতুন নয়। তবে নীল-তিয়াসার জলসার কামব্যাকের সঙ্গে সঙ্গেই জি বাংলার ‘কৃষ্ণকলি’র পুনঃসম্প্রচার শুরু হওয়🏅ায় ব্যাপারটায় অন্🍨যরকম গন্ধ পাচ্ছে দর্শক। ইন্দিরা-বিক্রম জুটি কি পারবে নিখিল-শ্যামার জনপ্রিয়তাকে টেক্কা দিতে? সেই তর্ক নতুন করে মাথাচাড়া দিল ফের একবার।
টিআরপি তালিকায় একের পর এক রেকর্ড গড়েছিল ‘কৃষ্ণকলি’। একটানা ৩২ সপ্তাহ বেঙ্গল টপার হয় এই মেগা। যে রেকর্ড পরে ভেঙে দেয় ‘মিঠাই’। প্রায় চার বছর ধরে বাংলা টেলিভিশনের পর্দা কাঁপানো এই মেগা তামিল,তেলুগু, ভোজপুরী ভাষা🐎য় রিমেক করা হয়েছে। বাংলা মিডিয়াম সেই জনপ্রিয়তা ছুঁতে পারবে কিনা সেটাই দেখবার।