প্রাক্তন ক্রিকেটার জাহির খানের সাথে পাঁচ বছরের সুখী দাম্পত্য অভিনেত্রী সাগরিকা ঘাটগের। ভিন ধর্মে প্রেম, তারপর দুই পরিবারের সম্মতিতেই বিয়ে করেন দুজনে। ক্রিকেটারের সঙ্গে বলি নায়িকার প্রেম নতুন ঘটন🅠া নয়, এই মেলবন্ধনেও দারুণ চমক ছিল এমনটা বলা যাবে না। লাইমলাইট থেকে দূরেই নিজেদের দাম্পত্যকে সাজিয়েছেন জাহির-সাগর🌸িকা জুটি।
মারাঠি মুলগি সাগরিকা, মুক্তমনা মু🌊সলিম পরিবারের ছ🍰েলে জাহির। জুটির সংসারে চলতি সপ্তাহে সাজো সাজো রব। মঙ্গলবার গুড়ি পারওয়া আর একদিনের ব্যাবধানে বৃহস্পতিবার খুশির ইদ। একই সপ্তাহে এই দুই পরব খুব বেশি কমন নয়।
মঙ্গলবার রাজকীয়ভাবেই গুড়ি পারওয়ার উদযাপন করলেন তারকা দম্পতি। রাজ রক্ত বইছে শাহরুখের ‘চক দে’ গার্ল সাগরিকার শরীরে। কোলহাপুরের শাহু মহারাজের বংশধর তিনি। এদিন একদম সাবেকি রীতিনীতি মেনে গুডไ়ি পারওয়া সেলিব্রেট করলেন দুজনে। ঐতিহ্যবাহী মারাঠি নববর্ষকে চিহ্নিত করে এই উৎসব।
এদিন টিস্য়ু সিল্কে সেজেছিলেন সাগরিকা, লাল চিকন কাজের পাঞ্জাবিতে দেখা মিলল জাহিরের। নিময় মাফিক আমের পাতা আর গাঁদার মালায় বাড়ির প্রবেশদ্বার সাজিয়েছেন সাগরিকা। গুড়ি পতাকার উপর ঘট রেখে তাতে নারকেলꦫ রাখা হয়েছে। সঙ্গে আমের পল্লব, গাঁদার মালা। নিজের হাতে রেঁধেছেন পুরান পোলি-সহ ট্রাডিশন্যাল মারাঠি মিষ্টি।
মিষ্টি খেতে দারুণ ভালোবাসেন জাহির খান। তিনি জানিয়েছেন, ‘এটা ডাবল ধামাকা। একসঙ্গে দুটো উৎসব আমরা পরপর সেলিব্রেট করতে পারছি। আমরা দুজনেই মিষ্টি খেতে ভালোবাসি, চুটিয়ে খাওয়া-দඣাওয়া চলবে’। উৎসবের আয়োজনে ফ্যান্সি কিছুই পছন্দ নয় সাগরিকার। তাঁর কথায়, 'আমি আর জাহির সব উৎসব প্রাণ ঢেলে উদযাপন করি।'
ছোট থেকেই সবধর্মের প্রতি ভালোবাসা গড়ে উঠেছে জাহিরের মনে। প্রাক্তন ক্রিকেটারের কথায়, মহারাষ্ট্রের শ্রীরামপুরে বেড়ে উঠেছেন তিনি,ꦚ সেখানে ধুমধাম করে রামনবমী পালিত হয়। ইদ উদযাপনের পাশাপাশি বন্ধুদের সঙ্গে গুড়ি পারওয়া, দিওয়ালিও সেলিব্রেট করেই বড় হয়েছেন তিনি।
সাগরিকা এবং জাহির ২০১৭ সালের নভেম্বরে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে করেছিলেন। জাহির বলেন, ‘আমাদের বিয়ের পর শ্বশুরমশাই নিশ্চিত করেছিলেন,যাতে আমরা কোলহাপুরের আম্বাবাই মাতার আর্শীবাদ নিই, কাগালের রাম মন্দ꧋ির দর্শন করি, আবার মন্দির সংলগ্ন দরগাতেও মাথা ঠেকাই’।
সাগরিকা জানান, ‘আমাদের বাবা-মা ক▨খনই আমাদের একটা ধর্মে আটকে থাকতে শেখায়নি। সেই ক🍃ারণেই আমরা পরস্পরের ধর্মকে সম্মান করি’।
শাহরুখ খান অভিনীত চক দে সিনেমার মাধ্যমে বলিউডেꦓ অভিষেক হয় সাগরিকা ঘাটগের। পরবর্তীতে ফক্স, মাইলি ন𓆏া মাইলি হাম, রাশ এবং ইরাদার মতো বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। তিনি মারাঠি ছবিতেও অভিনয় করেছেন।
তিনি রিয়েলিটি শো, ফিয়ারꦬ ফ্যাক্টর: খাতরো কে খিলাড়ি সিজন ৬-এও অংশ নিয়েছিলেন। তাকে সর্বশেষ অল্ট বালাজির ওয়েব সিরিজ 'বস: বাপ অফ স্পেশাল সার্ভিসেস'-এ দেখা গিয়েছিল, যেখানে তিনি এসিপি সাক্ষীর ভূমিকায় অভিনয় করেছিলেন।