ফ▨িল্মজগতে বরাবরই কতৃত্ব ফলিয়ে আসছে ছেলেরা। খুব কম নারীকেন্দ্রিক সিনেমা রয়েছে, যা সাফল্যের মুখ দেখেছে। শুনলে অবাক🍬 হবেন, তালিকায় রয়েছে এই মেয়েটি। বিশ্বব্যপী এই মেয়েটির সিনেমা আয় করেছে ৯৫০ কোটি। তাও সেই ২০১৭ সালে। দুঃখের বিষয় হল, এখন আর তিনি বলিউডে নেই। ইসলামের টানে সিনেমার কাজ ছেড়েছেন বহুদিন হল।
অনেকেই হয়তো ধরে ফেল�𓆉�েছেন কার কথা হচ্ছে। ঠিকই বুঝেছেন, এই ছবিটি জায়রা ওয়াসিমের ছোটবেলার, যিনি কাশ্মীরের বাসিন্দা, দঙ্গল দিয়ে পা রেখেছিলেন অভিনয়ের দুনিয়াতে।
আরও পড়ুন: 🍃‘আমি অনেক সিনিয়ার, তবুও সব সময় তোমার কাছে…’! অরিজিৎকে সটান প্রশ্꧒ন রূপঙ্করের
ভারতের সর্বাধিক উপার্জনকারী মহিলা নেতৃত্বাধীন চলচ্চিত্র
অদ্বৈত চন্দনের ১০১৭ সালের সিনেমা সিক্রেট সুপারস্টারে কাজ করেছিলেন জায়রা। বলা চলে, তিনই ছিলেন সেই ছবির হিরো।🍌 যদিও সিনেমায় ছিলেন আমির খানও। তবে সেটা ছোট্ট একটা রোল। সিক্রেট সুপারস্টার ভারতে সাফল্য অর্জন করে, ১৫ কোটি টাকা বাজেটে ৬৪ কোটি টাকা আয় করে।
আরও পড়ুন: মেয়েকে আগলেಞ রেখ𝓀েছেন বুকে, এয়ারপোর্টে দীপিকা-রণবীর, মুখ কি দেখা গেল দুয়ার?
তবে চীনে মুক্তি পাওয়ার পর ছবিটির ভাগ্য বদলে যায়। ভারতীয় সিনেমার অন্যতম বড় হিটে পরিণত হয൲়। সিক্রেট সুপারস্টꦡার চীনে ১২৪ মিলিয়ন ডলার (৭৫০ কোটি টাকা) আয় করেছে। হংকং এবং অন্যান্য জায়গা থেকে তা সংগ্রহ করে ৬৫ কোটি টাকা। আর সব হিসেবের পর সনেমাটি বিশ্বব্যপী ৯০৫ কোটি টাকা আয় করে, যা এখনও অবধি ভারতে নির্মিত যে কোনও মহিলা নেতৃত্বাধীন চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ।
আরও পড়ুন: কুণালের প্রশংসা, অরিত্র ক🍨ি যোগ দেবে তৃণমূলে? জবাব এল, ‘ভোটের টিকিটে♒র জন্য আমায়…’
যে সমস্ত মহিলা-কেন্দ্রিক সিনেমা ভালো চলেছিল বক্সঅফিসে
কোনও মহিলা কেন্দ্রিক সিনেমা এখনও পর্যন্ত সিক্রেট সুপারস্টারের অর্ধেকও উপার্জন করতে পারেনি। দ্বিতীয় স্থানে রয়েছে আদা শর্মার 'দ্য কেরালা স্টোরি', যেটি বিশ্বব্যাপী ৩০৪ কোটি টাকার ব্যবসা করেছে। শীর্ষ দশে 🥂কঙ্গনা রানাওয়াতের দুটি এন্ট্রি রয়েছে - তনু ওয়েডস মনু রিটার্নস (২৫৫ কোটি টাকা) এবং মণিকর্নিকা (১৩৩ কোটি টাকা)। আলিয়া ভাটের ৩টি গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি (২১২ কোটি), রাজি (১৯৬ কোটি) এবং ডিয়ার জিন্দেগি (১৩৫ কোটি)। তালিকায় রয়েছে রানি মুখোপাধ্যায়ের 𒊎'হিচকি (২০৮ কোটি), কৃতি শ্যানন, কারিনা কাপুর ও টাবু'র ক্রু (১৫৭ কোটি) এবং কারিনা কাপুর ও সোনম কাপুর অভিনীত 'ভিরে দি ওয়েডিং (১৩৯ কোটি)।
জায়রা ওয়াসিমের কেরিয়ারের আচমকা সমাপ্তি
জায়রা ওয়াসিমের কেরিয়ার দাঁড়িয়ে যায় তাঁর প্রথম দুটি সিনেমা - দঙ্গল এবং সিক্রেট সু🙈পারস্টার-এর পরেই। ছবি দুটি সম্মিলিতভাবে প্রায় ৩০০০ কোটি টাকা আয় করেছিল। দ্বিতীয়টি যখন মুক্তি পায় তখন তার বয়স ছিল মাত্র ১৬ বছর। এই চলচ্চিত্রের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং একটি ফিল্মফেয়া🧸র পুরস্কার জিতেছিলেন।
তবে জায়রা আর মাত্র একটি ছবি করেছিলেন এবং সেটি মুক্তির আগেই অবসরের ঘোষণা দিয়েছিলেন। মাত্র ১৮ বছর বয়সে জা𝔍য়রা সিনেমা ছেড়ে দেন, কারণ তাঁর বিশ্বাস তাঁর ফিল্মি কেরিয়ার বাধা দিচ্ছিল ধর্মীয় বিশ্বাসে। দ্য স্কাই ইজ পিঙ্ক মুক্তির আগেই তাই সরে দাঁড়ান। প্রচারে অংশ পর্যন্ত নেননি।
তিনি দেখতে পান যে এটি তার বিশ্বাসের সাথে বাধাগ্রস্ত হয়েছে। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত দ্য স্কাই ইজ পিঙ্ক একই বছর𝓡ের শেষের দিকে মুক্তি পায়। কিন্তু প্রচারে অংশ নেননি অভিনেতা। জায়রা বর্তমানে শোবিজ থেকে দূরে নিরিবিলি জীবন যাপন করছেন।