শুরু হয়েছে জি বাংলা সারেগামাপা। পারফরম্যান্সের সঙ্গে এই শোয়ে আপাতত চলছে প্রতཧিযোগীদের সঙ্গে ও তাঁদের বাড়ি, পরিবারের সঙ্গে আলাপচারিতার পর্ব। এমনই এক আলাপ পর্বের একটা ঝলক উঠে এসেছে চ্যানেল কর্তৃপক্ষের নতুন প্রমোয়। চলুন ঘুরে আসি ‘সা রে গা মা পা-২০২৪’-এর প্রতিযোগী অনীক জানার বাড়ি থেকে। দেখে নিন তার জগৎটাকে, জেনে নিন কী বলছেন তার বাবা ও মা?
নতুন প্রমোয় দেখা যাচ্ছে, সবুজে ঘেরা মাঠ, চাষজমির মাঝে অনীক জানার বাড়ি। মেদিনীপুরের কোলাঘাটের ছেলে হল অনীক। বয়স মাত্র ৭। ছেলের বিষয়ে অনীকের বাবা অসি♛ত কুমার জানা বলেন, ‘অনীক যে সারেগামাপা-র অডিশনে পাশ করে চান্স পেয়েছে, তাতে আমি খুবই আনন্দিত। ওর গানের বিশেষ ট্যালেন্ট আছে। ওর সেভাবে কোনও টিজার নেই। আমি আর আমার স্ত্রীই অনীককে গান শেখাই, প্র্যাকটিস করাই। ওর বিশেষ ট্যালেন্টে🐲র জন্য আজ সারেগামাপা-তে যেতে পেরেছে। এতে আমি আমার মিসেস, পরিবার সকলেই খুবই আপ্লুত। সারেগামাপা-র মঞ্চ পেয়ে আমি যে কী খুশি, সেটা বলে বোঝাতে পারব না।’
ছেলেকে নিয়ে অনীকের মা সরস্বতী জানা বলেন, ‘অনীক আজ সারেগামাপা- প্রতিযোগী তাতে আমি খুবই খুশি ও গর্বিত। ৩ বছর থেকেই ওর মধ্যে গানবাজনার প্রতিভা আমি দেখতে পাই। আমি যখন রেওয়াজ করতাম, বা গান করতাম, ও শুনে শুনে সেই গানটা তুলে নিত। আমিই ওকে রেওয়াজ কীভাবে কর🍷তে হবে ওক♐ে দেখিয়ে দি। ও কোনও টিজারের কাছে শেখে না, ওকে আমরা বাড়িতেই শেখাই।’
আরও পড়ুন-ꦯ ইনিই বিদ্যা বাল♍ান! সিনেমা নয়, বাস্তবেই ভোল বদলে নিজের একী হাল করলেন অভিনেত্রী!
ভিডিয়োতে অনীকের বাবা-মা-র সঙ্গে দেখা যায় তাঁর দাদু-ঠাকুমা ও ছোট্ট ভাইকেও। সকলেই তাঁকে আদরে ভরিয়ে দেন। চ্যানেল কর্তৃপক্ষের তরফে পোস্ট করা এই ভিডিয়োর ক্যাপশানে লেখা হয়েছে, ‘আমরা তার সাফল্য কামনা করি। আপনারাও অনীকের পাশে থাকুন ও আশীর্বাদ করুন এই ছোট্ট প্রতিভাকে আর দেখতে থাকুন সারেগামাপ🔯া-২০২৪। প্রতি শনি ও রবি রাত ৯.৩০-এ’।
এদিকে সারেগামাপা-র মঞ্চে ইতিমধ্যেই অনীক জানার গান শুনে বিচারকরা তার প্রশংসা করেছেন। বিশেষ পর্বে হাজির হয়ে অনীকের গানের প্রশংসা করেন টলিউডের ‘অযোগ্য’ জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁকে ‘জুনিয়র কিশোর কুমার’ বলে অভিহিত করেন প্র🌠সেনজিৎ।
প্রসঙ্গত, গত সিজনে সারেগামাপা-র ট্রফি উঠেছিল পদ্মপলাশের হাতে। তবে জনপ্রিয়তায় তাঁকে টেক্কা দিয়েছেন অ্যালবার্ট কাবো। এবার এই ট্রফি ক💞ার হাতে ওঠে সেটাই দেখার।