মাসকয়েক আগে ইনস্টাগ্রামে ডেবিউ করেন বর্ষীয়ান অভিনেত্রী জিনাত আমান। তাঁর পোস্টগুলি সবার মনও জয় করছ꧑ে। সম্প্রতি তাঁকে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন তিনি। সেই প্রতিবেদন ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে জিনাত লেখেন, এই ধরনের তথ্য শেয়ার করার আগে তা ‘দু☂বার অন্তত চেক করার’।
জিনাত তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ওই প্রতিবেদনটির একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। এর শিরোনাম ছিল, ‘জিনাত আমান থেকে নার্গিস ফাখরি, মিশ্র জাতিসত্তার সঙ্গে বলিউড তারকারা।’ জিনাত লেখেন কীভাবে নিবন্ধে প্রকাশিত ‘তথ্যগুলি ভুল’ ছিল। আরও পড়ুন: ‘সুরঙ্গনা ভা🌼লো পর্ন দেখলে আমায়🧸 বলে দেখিস!’, প্রেমিকার সঙ্গে সম্পর্ক নিয়ে ঋদ্ধি
প্রবীণ তারকা নিউজ পোর্টালটির নাম উল্লেখ করে লেখেন, ‘আমি এই সুন্দর অভিনেতাদের💛 সঙ্গে থাকতে পেরে খুশি, তবে এই জাতীয় নিবন্ধ পোস্ট করার আগে সত্যতা যাচাই করার জন্য আন্তরিক অনুরোধ রইল। আমার মা জার্মান খ্রিস্টান ছিলেন না। তিনি ছিলেন হিন্দু, যার দ্বিতীয় বিয়ে হয়েছিল একজন জ꧋ার্মান খ্রিস্টানের সঙ্গে। আমার বাবা ছিলেন একজন ভারতীয় মুসলিম। এই তথ্য তো সকলের জানা, আমার ইনস্টাগ্রামেও রয়েছে। আমি জার্মান ভাষায়ও সাবলীল নই, যদিও আমি তা বুঝতে পারই। ডাঙ্কে (জার্মানে ধন্যবাদ)।’
এরপর জিনাত তার পরবর্তী 🐽ইনস্টাগ্রাম স্টোরিতে তাঁর মা সম্পর্কে পোস্ট শেয়ার করেন। ছবিতে দেখা যাচ্ছে জিনাত তার মাকে ধরে আছেন, যিনি শাড়ি পরে কোনও অনুষ্ঠানে গিয়েছেন। ছবিটি শেয়ার করে, সিনিয়র অভিনেতা তার মায়ের প্রশংসা করে লিখেছিলেন, ‘আমি একটি অসাধারণ জীবনযাপন করেছি কারণ একজন অসাধারণ মা আমাকে বড় করেছে। আমার মা বর্ধিনী শাক্টর ছিলেন এমন একজন যাকে আপনি 'পটাকা' বলবেন। মার্জিত, বুদ্ধিমান এবং আমার সবচেয়ে বড় স্তম্ভ।’
তিনি আরও লিখেছিলেন, ‘তিনি হিন্দু ছিলেন। তবে তাঁর ধর্মীয় বিশ্বাস তাঁকে আমার বাবা আমানুল্লাহ খানকে বিয়ে করতে বাধা দেয়নি। পরে, তারা আলাদা হয়ে যাওয়ার পরে, তিনি প্রেমে পড়েছিলেন এবং একজন দুর্দান্ত জার্ম🔥ান পুরুষকে বিয়ে করেছিলেন, যাকে আমি আঙ্কেল হেইঞ্জ বলে ডাকতাম। তিনি আমাকে আমার নিজের দুই পায়ে দাঁড়াতে এবং নিজের শর্তে জꦺীবনযাপন করতে শিখিয়েছিলেন।’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )