‘থাইরয়েডের সমস্যা’ এই কথাটির সঙ্গে আমরা বর্তমানে কমবেশি সকলেই পরিচিত। কিন্তু জানেন কি, কীভাবে বুঝবেন আপনার শরীরে থাইরয়েডের কোনও সমস্যা আদৌ আছে কি না? থাইরয়েড হল আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থি যা মেটাবলিজম, হৃদযন্ত্রের কাজ, তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা, মস্তিষ্কের বৃদ্ধি-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ন্ত্রণ করে। আর থাইরয়েডের সমস্যা থাকলে ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া, অস্টিওপোরোসিস, কিꦦডনি-লিভারের সমস্যা, ভুলে যাওয়ার মতো নানা শারীরিক জটিলতা দেখা যেতে পারে। তাই শরীরে থাইরয়েডের সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্🐓শমতো চট জলদি চিকিৎসা শুরু করুন। দেখে নিন, কোন কোন লক্ষণ থেকে বুঝবেন আপনি থাইরয়েডের সমস্যায় আক্রান্ত।
- সকালে ঘুম থেকে ওঠার পর ঘুমঘুমভাব থাকাটা স্বাভাবিক। কিন্তু থাইরয়েড থাকলে সকালে সারা শরীরে একটা আরষ্টতা কাজ করে। শরীর ভারি লাগে। কোনও কাজ করতে মন চায় না। ক্লান্ত লাগে বেশি। যদি নিয়মিত এরকম হয়, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।
- অল্পদিনের মধ্যে শরীরে হঠাৎ ওজন কমে যাওয়া বা বেড়ে যাওয়াও থাইরয়েডের লক্ষণ। এরকম হলে চটজলদি ডাক্তারের পরামর্শ নিন।
- থাইরয়েডের সমস্যা দেখা দিলে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে পড়ে। রুক্ষ্মভাবও দেখা যায়। এমনকী, নখও ভঙ্গুর হয়ে যায় খুব জলদি।
- গলার সামনে দিকে মাঝখানে (যেখানে থাইরয়েড গ্রন্থি থাকে) কোন ধরনের ফোলাভাব বুঝতে পারলে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিন।
- মেয়েদের পিরিয়ডসের সমস্যে দেখা যায়। খুব বেশিদিন ধরে বা বেশি বেশি ঋতুস্বাব হওয়া বা ১-২ দিনের মধ্যে হঠাৎ করে ঋতুস্বাব বন্ধ হয়ে যাওয়াও থাইরয়েডের লক্ষণ।
- থাইরয়েডের ফলে তাপমাত্রার প্রতি সহনশীলতা কমে যায়। তাপমাত্রা সামান্য কমলেই বেশি ঠান্ডা লাগে আবার সামান্য বেড়ে গেলেই আসহ্য গরম লাগে এবং অতিরিক্ত ঘাম হয়।
- প্রায়ই পেটখারাপ বা কোষ্ঠকাঠিন্যের সমস্যাও কিন্তু থাইরয়েডের লক্ষণ।
সাধারণত দু'দরনের থাইরয়েড দেখা যায়। হাইপোথাইরয়েড ও হ🍌াইপারথাইরয়েড। হাইপোথাইরয়েডের ক্ষেত্রে ওজন বেড়ে যাওয়া, ত্বক শুষ্ক দেখানো, ঠান্ডা সহ্য করতে না পারা, ক্লান্তি-র মতো সমস্যা দেখা যায়। আর হাইপারথাইরয়েডে ওজন হঠাৎ করে কমে যায়। এক্ষেত্রে কোষ্টকাঠিন্য, গরম সহ্য করতে না পারা, অবসাদ,꧂ ঋতুস্রাব কম হওয়ার মতো লক্ষণ প্রকট হয়।