করোনা থেকে বাঁচার জন্য নানা জনে নিজের মতো করে নানা রাস্তা নেন। কিন্তু হালে চিনের একটি ভিডিয়ো দেখে রীতিমতো হতবাক হ❀য়ে গিয়েছেন অনেকেই। কী করেছেনജ তাঁরা? নীচে দেখে নিন সেই ভিডিয়ো।
সম্প্রতি চিনে মারাত্মক হারে বেড়েছে করোনা। করনোভাইরাসের রূপ ওমিক্রনের উপরূপBF.7 এর জন্য দায়ী বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। এহেন পরিস্থিতিতে চিনে বহু 𒁃মানুষ করোনা থেকে বাঁচার জন্য নানা কাজ করছেন। ইতিমধ্যেই শোনা গিয়েছে, চিনে লেবুর চাহিদা ব্যাপক হারে বেড়ে গিয়েছে। তার পাশাপাশি আরও বহু কিছু করছেন সাধারণ মানুষ। কিন্তু এই ভিডিয়োটি অন্য কারণে বহু মানুষের মন জয় করেছে।
কী আছে এই ভিডিয়োয়? এখানে দু’জনকে দেখা যাচ্ছে, যাঁরা মাথার উপর ছাতা নিয়েছেন। আর ছাতা থেকে চার পাশ ঘেরা প্লাস্টিক ঝুলে রয়ে✃ছে। এভাবেই বাজার করতে বেরিয়েছেন দু’জনে। বাজার থেকে কেনা জিনিস তাঁরা পর্দার মতো ঝুলে থাকা প্লাস্টিকের তলা দিয়ে নিচ্ছেন আর ওই পথেই দামও দিচ্ছেন।
এই ভিডিয়ো দেখ⛦ে অনেღকেই তাঁদের প্রশংসা করেছেন। বলেছেন, খুবই বুদ্ধিদীপ্ত কাজ। কিন্তু তার পরেও অনেকেই বিষয়টিকে মজার জায়গাতেই রেখেছেন। কারও কারও মতে, এটি কোনও কাজের কথাই নয়। কারণ এটি বৃষ্টি আটকাতে কাজে লাগতে পারে। করোনা আটকাতে নয়। বিশেষ করে বাজার থেকে কনা জিনিসের সঙ্গেই আসতে পারে জীবাণু। সেটি আটকাবেন কী করে?
তবে যাই হোক না কেন, সব মিলিয়ে এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। 🌃যাঁরাই এটি দেখেছেন, তাঁরাই বলেছেন, আর কিছু হোক বা না-হোক, বিষয়টি অত্যন্ত মজার।