অ্যামাজনের সঙ্🌠গে আইনি যুদ্ধে কিছুটা স্বস্তিতে ফিউচার গ্রুপ। হাইকোর্টের রায়ের পরে এই♐ মামলা নিয়ে কিছুটা অস্বস্তিতে ছিল ফিউচার গ্রুপ। সেই রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় তারা। সর্বোচ্চ আদালতের রায় তাদের স্বস্তি দিয়েছে। কারণ সর্বোচ্চ আদালত মামলাটি হাইকোর্টে ফেরত পাঠিয়েছে পুনর্বিবেচনার জন্য।
এই জটিলতার সূত্রপাত বহু বছর আগে। ফিউচার গ্রুপ ভারতে রিটেল বাজারে অত্যন্ত বড় নাম। ভারতের কোণে কোণে ছড়িয়ে পড়ার জন্য অ্যামাজনের তরফে ফিউচার গ্রুপের সঙ্গে সন্ধি করার চেষ্টা করা হয়। একই লক্ষ্যে ঢুকে পড়ে রিলায়েন্সও। ফিউচার গ্রুপ এর পরে রিলায়েন্সের 👍সঙ্গে চুক্তিবদ্ধ হতে চাইলে, অ্যামাজন আদালতের দ্বারস্থ হয়।
বহু বছর ধরেই মামলাটি চলছে। এখনও কোনও সুরাহা হয়নি। হালে সিঙ্গাপুরের Emergency Arbitrator (EA) ফিউচার গ্রুপের সঙ্গে রিলায়েন্স রিটেলের এক সঙ্গে কাজ করার পথে বাধা দেয়। সেই রায় কিছুটা হলেও অ্যামাজনকে সুবিধাজনক অবস্থায় ফেলেছিল। পরে দিল্লি হাই কোর্টে ফিউচার গ্রুপ Emergency Arbitrator (EA)-এ অর্ডারটির উপর স্থগিতাদেশ চায়। কিন্তু হাইকোর্টে সেই আবেদন খারিচ হয়ে যায়। গত বছর💃 তিনটি রায় দেওয়া হয় দিল্লি হাইকোর্টের তরফে। তিনটিতেই খারিজ হয়ে যায় ফিউচার গ্রুপের আবেদন।
এর পরে সর্বোচ্চ আদালতের꧟ দ্বারস্থ হয় ফিউচার গ্রুপ। সর্বোচ্চ আদালতের তরফে বলা হয়েছে, নতুন করে গোটা বিষয়টি হাইকোর্টকে বিচার করতে হবে। অন্য কোনও পক্ষ এই বিষয় নিয়ে কী মতামত রেখেছে, সে সবের দ্বারা প্রভাবিত না হয়ে নতুন করে মামলাটি বিচার করতে হবে।
সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্ত ফিউচার গ্রুপকে কিছ