চুল নিয়ে আমাদের সবাইকেই কম বেশি একাধিক সমস্যায় ভুগতে হয়। খুশকির সমস্যা তো কখনও আবার চুল পড়ার সমস্যা, অকালেই চুল প🐼েকে যাওয়া, ইত্যাদি সমস্যা লেগেই থাকে। এসবের থেকে কী করে মুক্তি পাবেন বুঝে উঠতে পারছেন না? দেখুন সহজ সমাধান।
চুলের যত্নের জন্য আমরা কত কিছুই না ব্যবহার করি। কখনও আমন্ড অয়েল মাখি তো কখনও আবার জবার তেল, হেনা লাগাই। কিন্তু ফল সেই অর্থে পাওয💃়া যায় না। এক্ষেত্রে কী করনীয়? ব্যবহার করে দেখতꦜে পারেন ভেজিটেবল অয়েল। এটা চুলের একাধিক সমস্যা দূর করে চুলের হাল ফেরায়।
জানেন ভেজিটেবল অয়েল কীভাবে চুলের যত্ন নেয়?
১. ভেজিটেব𓆏ল অয়েল চুল নরম করে। ফলে এটা রুক্ষ চুলের সমস্যা দূর করতে সাহাযﷺ্য করে। প্রতি সপ্তাহে অন্তত দুইবার এই তেল দিয়ে ম্যাসাজ করুন ভালো ফল পাবেন।
২. খুশকি তাড়াতে ভেজিটেবল অয়েলের জুড়ি মেলা ভার। এই তেল মাথায় ম্যাসাজ করে কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে নিন। প্রয়োজনে নার♐কেল তেলের সঙ্গে মিশিয়ে লাগাতে পারেন।
৩. ভেজি🍃ট🔜েবল অয়েলের অন্যতম উপাদান হল অলিভ অয়েল যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে। তাই লম্বা ঘন চুল পেতে হলে ভেজিটেবল অয়েল দিয়ে ম্যাসাজ করুন।
৪. চুলকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে চাইলে অলিভ অয়েল ব্যবহা💟র করতে পারেন।
৫. ডিমের ক🍎ুসুমের সঙ্গে ভেজিটেবল অয়েল মিশিয়ে প্যাক বানিয়ে সেটা মাথায় লাগান। কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে নিন। রুক✅্ষ চুলের সমস্যা দূর করে চুলকে নরম করতে সাহায্য করবে এই প্যাক।
৬. বিয়ারের সঙ্গে ভেজি𒈔টেবল অয়েল মিশিয়ে ♑মাথায় লাগালে একাধিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।