রেস্💝টুরেন্টে বসে যতই কাঁটা চামচ ব্যবহার করে খাওয়া হোক না কেন, আসল আনন্দ কি𓆉ন্তু বাড়িতে হাত দিয়ে ভাত মেখে খাওয়ার মধ্যেই। তবে বাড়ির বাইরে সব সময় হাত দিয়ে ভাত খাওয়া যায় না তাই বাধ্য হয়ে ব্যবহার করতে হয় চামচ। কিন্তু তা বলে চপস্টিক দিয়ে ভাত! হ্যাঁ, সম্প্রতি এমনই একটি অসম্ভব কান্ড ঘটিয়ে বিশ্ব রেকর্ড (Guinness World Records) গড়লেন বাংলাদেশের এক তরুণী সুমাইয়া খান।
চপস্টিক দিয়ে খাবার খাওয়ার প্রচলন রয়েছে ভারতের প্রতিবেশী দেশ চিনে। তবে চিনের বাইরে জাপান সহ বিভিন্ন দেশেও চপস্টিক দিয়ে নুডুলস খাবার প্রচলন রয়েছে। শুধু চাইনিজ খাবার নয়, চপস্টিক দিয়ে ভাত খাওয়ারও প্রচলন রয়েছে এশিয়ার বিভিন্ন দেশে। কিন্তু চপস্টিক দিয়ে যে ভাত খা🙈ওয়া হয়, সেই ভাত হয় আঠালো। তবে এবার চপস্টিক দিয়ে ঝরঝরে ভাত খেয়ে রেকর্ড গড়ে ফেললেন বাংলাদেশের ⛦তরুণী (Bangladeshi girl)।
(আরও পড়ুন: দক্ষিণের এই মন্দিরের সাজে সেজে উঠবে শ্রীভূ൲মি, কী কী🐻 চমক দর্শকদের জন্য ?)
চপস্টিক ব্যবহার করে এক মিনিটে ৩৭টি ভাতের দানা মুখে পুরতে সফল হয়েছেন তিনꦛি। শনিবার সোশ্যাল মিডিয়ায় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড-এর তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে। সুমাইয়ার ভাত খাওয়ার একটি ভিডিয়ো পোস্ট করা হয় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এর অফিসিয়াল পেজে।
ভিডিয়োয় দেখা যায়, একটি একটি করে ভাতের দানা চপস্টিক দিয়ে ♑মুখে পুরছেন সুমাইয়া। একেবারে ঝড়ের গতিতে কাজ করছেন তিনি। মিনিটের মধ্যে লক্ষ্য পূরণ হতেই উচ্ছ্বসিত হয়ে পড়েন সু🐲মাইয়া। ভিডিয়োটি পোস্ট করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস লিখেছে, চপস্টিক ব্যবহার করে এক মিনিটের সবথেকে বেশি ভাতের দানা খেলেন সুমাইয়া খান, ৩৭ টি।
(আরও পড়ুন: আগ💙েই তৈরি ছিল ‘শিরদাঁড়া’, তাও বিতর্ক এড়াতে সেটি সরিয়ে দিল বেলেঘাটা পুজো কꦆমিটি)
চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের ১৭ ফেব্রুয়ারি ভাত খাওয়ার এই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন সুমাইয়া। এর আগে সর্বাধিক ২৭টি ভাতের দানা খাও🐼য়ার রেকর্ড ছিল যা তৈরি করেছিলেন ক্যালিফোর্নিয়ার এক বাসিন্দা। ২০২০ সালের এ💖প্রিল মাসে ওই রেকর্ডটি গড়েছিলেন তিনি। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন সুমাইয়া।
তবে শুধু ভাত খাওয়া নয়, আলোর গ꧋তিতে কফি পান করে রেকর্ড গড়েছিলেন ফিলিক্স ভন মেবম নামের এক বাসিন্দা। ৩.১২ সেকেন্ডে ২০০ মিলিগ্রাম কফি শেষ করে রেকর্ড করেছিলেন ফ্র্যাঙ্কফুর্ট- এর এই বাসিন্দা। ২০২৩ সালে লন্ডনের বাসিন্দা লিয়া শুটকেভার ১৭.০৩ সেকেন্ডে এক বড় বাটি পাস্তা খেয়ে খাবার সংক্রান্ত বিভাগে রেকর্ড গড়েছিলন। এবার চপস্ট𒈔িক দিয়ে দ্রুততম ভাত খাওয়ার রেকর্ডের অধিকারিনী হলেন বাংলাদেশের এই তরুণী(Bangladeshi girl) ।