পৃথিবীতে যে সমস্ত পৌরাণিক কাহিনিগুলি রয়েছে তার মধ্যে সবচেয়ে বৃহৎ ও প্রচলিত গ্রন্থ মহাভারত। মহাভারতের কথা উঠলেই মনে পড়ে যায় একটা মোটা বই। ছোটোবেলায় মা ঠাকুমার কাছে সন্ধেবেলায় মহাভারতের গল্প শুনতে শুনতে মন হারিয়ে যেত কুরুক্ষেত্রের সেই পবিত্র ভূমিতে। এখনও আমাদের প্রাত্যাহিক জীবনে মহাভারতের গুরুত্ব অপরিসীম। এর মধ্যে লুকিয়ে🐎 থাকা সেই জ্ঞান আমাদের আজও এগিয়ে যেতে সাহায্য করে।
হিন্দুধর্মে অনেক গ্রন্থ রয়েছে যেমন রামায়ণ, মহাভারত, ভগব𝕴দ্গীতা। অনেকে বাড়িতে এগুলিকে রাখেন এবং নির্দিষ্ট সময় পাঠও করেন। কিন্তু আপনি কি জানেন গ্রন্থগুলি কীভাবে রাখতে হয়?𝐆 জানেন কি এগুলি ঠিক ভাবে না রাখলে হতে পারে সংসারে অশান্তি, ঝগড়া, বিবাদ!
আসুন জেনে নিই বাড়িতে মহাভারত রাখার সঠিক নিয়ম
হিন্দুদের প্রধান মহাকব্যের মধ্যে রয়েছে মহাভারত। এটি রচনা করেন মহর্ষি বেদব্যাস। এর বিষয় হল কৌরব ও পাণ্ডবদের বিবাদ। প্রায়শই অনেকের বাড়িতে কাব্যগ্রন্থ পাঠ হয়ে থাকে, হয়ে থাকে ধর্মীয় আলোচনা। অনেকে গীতা, মহাভারতের মতো🥃 বইগুলি রাখেন।তবে মহাভারত সম্পর্কিত একটি বিশ্বাস রয়েছে যে এটি বাড়িতে রাখা উচিত না। রাখলে মনে ൲করা হয় বাড়িতে ঝগড়া হয়।
মহাভারত পড়া হয় না কেন?
আমরা আপনাদের জানাচ্ছি কেন বলা হয় মহাভারত পড়া উচিত নয়। কেনই বা মহাভারত বাড়িতে রাখলে ঝগড়া হ🐈য়।
মহাভারতের যুদ্ধ
মহাভারতের যুদ্ধের কাহিনি হল প্রধান কাহিনি। ভাই-ভাইয়ের মধ্যে যুদ্ধ। রামায়ণে যেখানে রাম অসুরদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন সেখানে মহাভারতে ভাইদের মধ্যে যুদ্ধের কথা আছে। মনে করা হয় এটি বাড়িতে রা🌊খলে ভাই-ভাইয়ের মধ্যে বা নিকট আত্মীয়দের মধ✤্যে কলহ বাড়তে পারে।
মহাভারতের শিক্ষা
মহাꦓভারতে বলা হয়েছে কী কী করা উচিত নয়। অর্থাৎ নাবাচক। সেই তুলনায় অন্য গ্রন্থগুলিতে আছে কী কী করা উচিত। মনে করা হয় সঠিক বিশ্লেষণ না জানা থাকলে সকলের🔴 মনে তার বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে।
মহাভারতের বাস্তবতা
মহাভারত প্রাচীনকাল থেকেই মুনিঋষিদের কাছে আদর্শ। রামায়ণ ও মহাভারত দুটি আলাদা বিষয়বস্তু নিয়ে লেখা হয়েছে, যেখানে রামায়ণে বলা আছে কীভাবে হওয়া উচিত, সেখানে মহাভারতে বলা হয় কেমন হওয়া উচিত। মনে করা হয় সব কিছুকে অন্য চোখে অন্য ভাবে দে𓂃খার যে প্রবণতা তা সকলের দৃষ্টিতে ভালো না হতেও পারে। এগুলির যে অন্তর্নিহিত মানে রয়েছে তা অবশ্যই জেনে নেওয়া দরকার।
খারাপ প্রভাব
মহাভার☂ত পড়ার পর এর প্রকৃত অর্থ বুঝতে সচেতনতার প্রয়োজন। এই বইয়ে লেখাগুলি যদি ভুল বোঝা হয় তাহলে সকলের মধ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
কৌরব ও পাণ্ডব যুদ্ধ
মহাভারতে যে ছবি রয়েছে তাতে কৌরব ও পাণ্ডবদের💮 মধ্যে যুদ্ধের কথা আছে। যদি পাঠকরা এই অর্থে গ্রহণ করে ভাইয়ের সঙ্গ𒀰ে ভাইরের মারামারি করা অন্যায় নয়, তাহলে তা ঠিক হবে না।
মানুষ যদি বই পড়ে তার থেকে সঠিক অর্থ ও শিক্ষা না পেয়ে থাকে তাহলে এর বিপরীত প্রভাব পড়তে পাড়ে। তাই এই ধর্♍মগ্রন্থগুলিকে বাড়িতে বসে না 𝔍পড়ার কথা বলা হয়েছে। কারণ তাতে এর সঠিক অর্থ বুঝতে পারা যায় না।