পানের নেশা খারাপ? পানপাতার এসব গুণ জানলে আর কখনও এমনটা বলবেন না Updated: 01 May 2025, 12:43 PM IST Sanket Dhar অনেকেই বলেন পানের নেশা নাকি মোটেই স্বাস্থ্যকর নেশা নয়। এতে দাঁত ও মুখের ক্ষতি হয়। কিন্তু আদতে পানপাতার ক্ষতির বদলে উপকারই বেশি করে।