আগামী দিনে অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্টস, গেমিং এবং কমিকস (AVGC) ক্ষেত্রে উন্নতির বহু সুযোগ এব🍌ং সম্ভাবনা রয়েছে। তাই এই ক্ষেত্রগুলিকে নতুন করে সাজানোর জন্য উদ্যোগী হল সরকার। নতুন বাজেটে বলা হল, ভবিষ্যৎ প্রজন্মের কাজের প্রচুর সুযোগ রয়েছে এই সব ক্ষেত্রে। তাই এটির উপর আগামী অর্থবর্ষে গুরুত্ব দেওয়া হবে।
অর্থমন্ত্রী বাজেট ঘোষণার সময়ে জানিয়ে দেন আগামী দিনের জন্য এই সব ক্ষেত্র নিয়ে গুরুত্বের সঙ্গে ভাবছেন তাঁরা। শুধুমাত্র দেশের ক্রেতাদের জন্যই নয়, বিদেশের ক্রেতাদের চাহিদা অনুযায়ী, যেমন ম🅘ানের AVGC সরবরাহ করা যায়, তেমন মানের কাজ যাতে দেশের মাটিতে হয়, সে বিষয়ে তিনি গুরুত্ব দেওয়ার কথা বলেছেন।
বাজেটে এই ঘোষণার খবরে স্বাভাবিকভাবেই অনেকে খুবই আশাবাদী হয়ে পড়েছেন। বিশেষ করে বিনোদন এবং স♌ংবাদমাধ্যমের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের অনেকেই মনে করছেন, এটি দারুণ একটি সিদ্ধান্ত। এর ফলে দেশের বিনোদন ক্ষেত্রে কাজের ধরন বদলাবে। বহু ধরনের কর্মসংস্থান হবে বলেও মনে করছেন অনেকে।