ঠান্ডার জায়গায় বেড়াতে গেলেই সুরাপ্রেমীদের মনে রামের চিন্তা আসে। আর ভারতে সস্তায় জনপ্রিয়🧸 রাম বলতে ওল্ড মঙ্ক। কয়েক পেগেই শরীর গরম।
কিন্তু ওল্ড মঙ্ককেই যদি ঠান্ডা করাও হয়? হ্যাঁ, এমনই কাজ করছেন এক আইসক্রিম বিক্রেতা। রাস্তার ধারে খোলা স্টলেই আইসক্রিম রোল বানাচ্ছেন তিনি। আর তাতে ঢেলে দিচ্ছেন ওল্ড মঙ্ক। অল্প-আধটু নয়, বেশ খানিকটা।
তার মধ্যে ক্রিম, বেস, ড্রাইফুটস, সিরাপ দিলেন। সব মিশিয়ে নিয়ে রোল বানিয়ে ফেললেন। আইসক্রিম 🥀রোল বানানো হয়ে যাওয়ার পরেও তার উপর ছড়িয়ে দিলেন বেশ কিছুটা রাম।
ভিডিয়োটি ফুড ভ্লগিং চ্যানেল Hmm থেকে পোস্ট করা হয়েছে। গত ২৭ জুন ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। এর মধ্যেই প্রায় ৭﷽০ লক্ষ ভিউ এসেছে ভিডিয়োটিতে।
কমেন্টে অনেকেই প্রশ্ন তুলেছেন, এভাবে খোলা স্টলে অ্যালকোহল দেওয়া খাবার বিক্রি করতে আলাদা লাইসেন্স লাগে 𓆉কিনা। অনেকে আবার দুধ-অ্যালকোহলের কম্বিনে🌺শন দেখে শিউরে উঠছেন। পেটের সমস্যার আশঙ্কা করছেন।
তবে, অ্যালকোহল ও আইসক্রিম নতুন কিছু নয়।
কিছু প্রচলিত অ্যালকোহল ও আইসক্রিম কম্বিনেশন:
১. হুইস্কি-বাটার স্কচ/পিস্তা আইসক্রিম।
২. বার্বন-ক্যারামেল আইসক্রিম।
৩. হুইস্কি স্কচ-ডার্ক চকোলেট আইসক্রিম।
৪. ভদকা ইনফিউজড অরেঞ্জ পপসিকল।
আপনার এই ভিডিয়োটি নিয়ে কি মতামত? জানান কমেন্টে।